পুলিশের দাবি, সন্তানকে খুন করার পর আত্মহত্যা করার চেষ্টা করেন ওই মহিলা।
বেঙ্গালুরু
মাধ্যম নিউজ ডেস্ক: "কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনও নয়।" হ্যাঁ মাতৃ স্নেহের পবিত্রতাকে এভাবেই বর্ননা করা হয়। আর এতে যে সত্যিই কোনও মিথ্যে নেই সেই প্রমাণ প্রজন্মের পর প্রজন্মে ধরে মিলেছে। অতিবড় খল নায়কও মায়ের স্নেহে প্রশ্ন তোলে না। সন্তানের জন্যে মা জীবন দিয়েছেন এমন বহু উদাহরণ রয়েছে। কিন্তু মা নিজের সন্তানকে পাঁচতলা থেকে ঠেলে ফেলে দিচ্ছেন কেউ শুনেছেন কখনও? বিশ্বাস হচ্ছে না তো! বৃহস্পতিবার এমনটাই ঘটেছে বেঙ্গালুরুতে(Bengaluru)।
আরও পড়ুন: ভাইজাগে সমুদ্রে নেমে 'নিখোঁজ' স্ত্রী, তিনদিন পর দেখা মিলল বেঙ্গালুরুতে! তারপর...
সুষমা ভরদ্বাজ (Sushma Bharadwaj) নামের পেশায় দন্ত চিকিৎসক (Dentist) এক মহিলা নিজের মানসিক ভারসাম্যহীন (Mentally challenged) সন্তানকে (Daughter) পাঁচতলা (4th Floor) থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করেছেন। পরবর্তীতে মহিলার স্বামী কিরণ অভিযোগ জানান স্থানীয় থানায়। আর এরপরেই ওই মহিলাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন: আইআইটিদের ছাপিয়ে বিশ্ব তালিকায় নজর কাড়ল আইআইএসসি ব্যাঙ্গালুরু
পুলিশের দাবি, সন্তানকে খুন করার পর আত্মহত্যা করার চেষ্টা করেন ওই মহিলা। কিন্তু প্রতিবেশীরা উদ্ধার করেন তাঁকে। ওই মহিলাকে এমন কাণ্ড করার কারণ জিজ্ঞেস করলে, তিনি জানা মূক-বধির সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
আরও পড়ুন: আল-কায়দা যোগ! বেঙ্গালুরু থেকে গ্রেফতার অসমের যুবক
বেঙ্গালুরুর সিকেসি গার্ডেনের আদভেইথ আশ্রয়া অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় সন্তানকে নিয়ে থাকতেন ওই দম্পতি।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর এবার কর্নাটক, বেআইনি লাউডস্পিকার খুলে ফেলার নির্দেশ সরকারের
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই মহিলা নিজের মেয়েকে নিয়ে বারান্দায় এলেন এবং বারান্দা থেকে নীচে ছুঁড়ে ফেলে দিলেন শিশুটিকে।
এর আগেও শিশুটিকে রেল স্টেশনে ফেলে আসতে চেয়েছিলেন মহিলা। তাঁর স্বামী খবর পেতেই ছুটে যান স্টেশনে এবং উদ্ধার করেন শিশুটিকে। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।