img

Follow us on

Saturday, Jan 18, 2025

Devendra Fadnavis: ‘‘আমরা এখন থামব না, কাজ চালিয়ে যাবো...’’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই লক্ষ্যের কথা বললেন ফড়ণবীশ

Maharashtra: ‘‘মহারাষ্ট্রের মঙ্গলই একমাত্র লক্ষ্য’’, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু দেবেন্দ্র-র

img

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। সংগৃহীত চিত্র

  2024-12-05 21:33:58

মাধ্যম নিউজ ডেস্ক: প্রশাসন চালাতে টিমওয়ার্ক এবং যৌথ সিদ্ধান্তের উপর গুরুত্ব দিলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র বলেন,‘‘গত ২.৫ বছরে আমরা মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করেছি এবং এখান থেকেও আমরা সেই উন্নতি চালিয়ে যাবো, আর আমরা থামব না।’’

মহারাষ্ট্রের উন্নতিই লক্ষ্য

বৃহস্পতিবার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর দেবেন্দ্র ফড়ণবীশ প্রথম সাংবাদিক সম্মেলনে জানান যে তাঁরা মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করবেন, এবং কাজের গতি এবং দিক একই থাকবে। এদিন তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি প্রধান অজিত পওয়ার। এদিন দেবেন্দ্র জানান, মহারাষ্ট্র সামাজিক, অবকাঠামোগত এবং শিল্প খাতে দ্রুতগতিতে উন্নতির পথে চলতে থাকবে। তাঁর কথায়, ‘‘আমরা মহারাষ্ট্রের মঙ্গলার্থে সিদ্ধান্ত নেবো। আমাদের যে পরিকল্পনা ছিল তা পূর্ণাঙ্গ করতে চাই।’’

এদিন সকাল-সকাল দেবেন্দ্র চলে যান মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhi Vinayak Mandir)। এরপর বেলা বাড়তে তাঁর বাড়িতে একটি গরু নিয়ে আসা হয়। গো পুজো করে তারপর শপথ অনুষ্ঠানে যান দেবেন্দ্র। শপথ গ্রহণের পর দেবেন্দ্র, একনাথ ও অজিত তিন জনে মিলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন। সেখানে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে চন্দ্রকান্ত কুরহাদে নামের একজন পুণে বাসীর পরিবারকে ৫ লাখ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন। কুরহাদে তাঁর স্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। ওই টাকা কুরহাদে’র বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসার খরচে ব্যবহৃত হবে। জোট সরকার পরিচালনা প্রসঙ্গে এদিন ফড়ণবীশ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আমাদের মধ্যে কেবল একটা টেকনিক্যাল সমঝোতা হয়েছে। আমরা এর আগেও মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামীদিনেও নেব। জোট সরকারের ক্ষেত্রে ব্যাপক পরিসরে আলোচনা করা সব সময় প্রয়োজন। আমরা সেই আলোচনা করেছি এবং পোর্টফোলিওও প্রায় চূড়ান্ত করে ফেলেছি।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Maharashtra

bangla news

Eknath shinde

Devendra Fadnavis

Ajit Pawar

Maharashtra assembly vote 2024

Chief Minister Devendra Fadnavis


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর