img

Follow us on

Sunday, Jan 19, 2025

Digital Banking Unit: ডিবিইউ-এর মাধ্যমে কী কী সুবিধা পাবেন, জানালেন আরবিআই গভর্নর

শক্তিকান্ত দাস জানান, ডিবিইউগুলি (Digital Banking Unit) ডিজিটাল ইকোসিস্টেমকে আরও বেশি সক্রিয় করে তুলবে।

img

Digital Banking Unit

  2022-10-18 01:39:30

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ব্যাংকিং পরিষেবাকে আরও উন্নত করতে স্থাপন করা হল ডিজিটাল ব্যাংকিং ইউনিট (Digital Banking Unit)। ভারতের ডিজিটাল ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ৭৫তম স্বাধীনতা উদযাপনের অংশ হিসাবে এই ডিবিইউগুলি খোলা হয়েছে। এই ডিজিটাল ব্যাংকিং ইউনিটগুলি দেশের ডিজিটাল পরিকাঠামো আরও জোরদার করবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস

উল্লেখ্য, গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫টি জেলাতে ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিট (Digital Banking Unit)-এর ব্যবস্থা করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসও।

শক্তিকান্ত দাস জানান, ডিবিইউগুলি (Digital Banking Unit) ডিজিটাল ইকোসিস্টেমকে আরও বেশি সক্রিয় করে তুলবে। এর পাশাপাশি কোনও অসুবিধা ছাড়াই ব্যাংকিং ব্যবস্থার সুবিধা পাওয়ায় গ্রাহকরা উন্নত পরিষেবা উপভোগ করতে পারবেন। ব্যাংকিং পরিষেবাকে কাগজহীন, দ্রুত ও নিরাপদ করার জন্যই এই পদক্ষেপ। তিনি আরও জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের ব্যাংকিং পরিষেবার জন্যই ডিজিটাল পরিকাঠামোকে আরও বেশি উন্নত করার পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। তিনি উল্লেখ করেছেন, সরকারের এই পদক্ষেপের জন্য দেশের সরকারি ও বেসরকারি ব্যাংক উভয় থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে ও ছ'মাস সময়ের মধ্যে দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের জন্য ৭৫টি জেলায় ৭৫ টি ডিবিইউ স্থাপন করে রেকর্ড গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতার অমৃতকালে ৭৫ জেলায় ৭৫ ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন মোদির

এছাড়াও ব্যাংকগুলি তাদের ব্যবসার প্রসারে ডিজিটাল বিজনেস ফেসিলিটেটরস এবং বিজনেস করেসপন্ডেন্ট নিয়োগ করতে পারে বলেও শক্তিকান্ত জানান। এই ডিবিইউগুলিতে (Digital Banking Unit) সঞ্চয়, ঋণ, বিনিয়োগ এবং বিমার পরিষেবা পাওয়া যাবে। এ প্রসঙ্গে আরবিআই গভর্নর বলেন, "ঋণ দেওয়ার ক্ষেত্রে ডিবিইউগুলি প্রাথমিক ভাবে ছোট অংকের খুচরো এবং এমএসএমই ঋণের সুবিধা সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দেবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া থেকে ঋণের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, পুরোটাই ডিজিটাল প্রক্রিয়ায় হবে।" সেদিন জানানো হয়েছে যে, ২০২২-২৩ কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় ৭৫টি ডিবিইউ তৈরির কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং এই ক্ষেত্রের অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর একটি নির্দেশিকা জারি করে আরবিআই।

এছাড়াও এই ডিবিইউ-এর (Digital Banking Unit) মাধ্যমে গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্ট খোলা, তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স খুঁজে বের করা, পাসবুক প্রিন্ট করা, টাকা পাঠানো, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা ছাড়াও ক্রেডিট-ডেবিট কার্ড এবং ঋণের জন্য সহজেই আবেদন করতে পারবেন। গ্রাহকদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলার জন্যও এই ইউনিটগুলো কাজ করবে।

Tags:

RBI Governor Shaktikanta Das

Digital Banking Unit

customer experience

DBU


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর