img

Follow us on

Wednesday, Jan 01, 2025

Domestic Expanses: পারিবারিক খরচে জাতীয় গড়ের থেকে পিছিয়ে পশ্চিমবঙ্গ, উল্লেখ কেন্দ্রীয় সমীক্ষায়

West Bengal:  কেন্দ্রীয় সরকারের পারিবারিক খরচের সমীক্ষায় ধরা পড়ল পশ্চিমবঙ্গের করুণ ছবি

img

প্রতিনিধিত্বমূলক ছবি

  2024-12-29 11:17:06

মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪-এর পারিবারিক খরচের (Domestic Expanses) সমীক্ষা প্রকাশ করেছে, সেখানেই ধরা পড়েছে পশ্চিমবঙ্গের করুণ ছবি। এই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের পরিবারগুলির মাসিক মাথাপিছু খরচ ৩,৬২০ টাকা। শহরাঞ্চলের ক্ষেত্রে মাথাপিছু খরচ ৫,৭৭৫ টাকা। সমীক্ষায় দেখা যাচ্ছে, জাতীয় গড়ের থেকে পিছিয়ে রয়েছে মমতা জমানার পশ্চিমবঙ্গ। জাতীয় গড়ে দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক খরচ ৪,১২২ টাকা। শহরাঞ্চলের ক্ষেত্রে এই গড় ৬,৯৯৬ টাকা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমীক্ষাই বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের (Domestic Expanses) মানুষের আর্থিক অবস্থা জাতীয় গড়ের তুলনায় খারাপ।

আরও পড়ুন: কাজাখস্তানের পরে দক্ষিণ কোরিয়া, ১৮১ জনকে নিয়ে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ৬২

গ্রামে এগিয়ে কেরল, শহরে তেলঙ্গনা

ওই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক খরচে (Domestic Expanses) সবথেকে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের কেরল। কেরলে গ্রামাঞ্চলের মানুষদের মাথাপিছু মাসিক খরচ প্রায় ৬,৬১১ টাকা। শহরাঞ্চলের মানুষের মাথাপিছু খরচের নিরিখে দেশে সবথেকে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের অপর রাজ্য তেলঙ্গনা। সেখানে মাসিক মাথাপিছু খরচ ৮,৯৭৮ টাকা। সমীক্ষায় দেখা যাচ্ছে  পাঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাতের গ্রামের মানুষের মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে বেশি। পশ্চিমবঙ্গ সমেত অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের গ্রামের মানুষের মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে কম।

গ্রাম-শহরের মাথাপিছু খরচের বৈষম্য কমেছে (Domestic Expanses)

ওই সমীক্ষায় আরও দেখা যাচ্ছে, দেশে গ্রাম-শহরের এই বৈষম্য আগের তুলনায় বেশ খানিকটা কমেছে। ২০১১-১২ আর্থিক বছরে মাসিক খরচের (West Bengal) দিক থেকে গ্রাম শহরের ফারাক ছিল ৮৪ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে তা ৭০ শতাংশে নেমে এসেছে। তেলঙ্গনা ছাড়াও হরিয়ানা, তামিলনাড়ু, কর্নাটক, কেরল,পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাতের শহরাঞ্চলে মাসিক মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে বেশি।  
  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Central Government

West Bengal

bangla news

madhyom news

news in bengali

Domestic Expanses


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর