Adani Defence: ভারতীয় নৌসেনায় আদানি ডিফেন্সের ২য় ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’
নৌবাহিনীকে দ্বিতীয় ‘দৃষ্টি-১০ স্টারলাইনর’ নজরদারি ড্রোন দিল আদানি ডিফেন্স। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: আদানি ডিফেন্স (Adani Defence) অ্যান্ড অ্যারোস্পেস ভারতের নৌবাহিনীকে তাদের দ্বিতীয় ‘দৃষ্টি-১০ স্টারলাইনর’ নজরদারি ড্রোন (Drishti-10 Drone) প্রদান করেছে। ভারতের সামুদ্রিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার সংস্থার তৈরি ড্রোনটি আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। চলতি বছরের গোড়ায় প্রথম স্টারলাইনার ড্রোন পেয়েছিল নৌসেনা।
প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ (Drishti-10 Drone) নৌসেনার জন্য প্রথম ভারতে তৈরি নজরদারি ড্রোন। নৌসেনার হাতে এই ড্রোন আসায় সমুদ্রে শত্রুপক্ষের জাহাজ বা জলদস্যুদের জলযানে নজরদারি করতে সুবিধা হবে। একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম এই ড্রোন ৪৫০ কেজি ওজন বহন করতে পারে। ‘দৃষ্টি-১০ স্টারলাইনর’ হল ভারতের একমাত্র দেশীয় উড়ন্ত ড্রোন যা ৩২,০০০ ফুট উচ্চতায় নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। দ্বিতীয় ড্রোনটি গুজরাটের পোরবন্দরে, নৌবাহিনীর সামুদ্রিক অপারেশনগুলোর জন্য উন্মুক্ত করা হয়।
R Adm Janak Bevli, VSM, Asst Chief of Naval Staff (Air) visited #NavalAirEnclave #Porbandar on 28 Nov 24 and reviewed Air operations & ongoing infra projects. The Admiral held discussions with #FOGNA and interacted with the Naval and Civilian staff of #NAE@Indiannavy@IN_WNC pic.twitter.com/SA7sAkB8vQ
— Gujarat Naval Area (@IN_GDD) November 29, 2024
এই ড্রোনটি শুধুমাত্র নৌবাহিনীর জন্য নয়, বরং জুন মাসে ভারতীয় সেনাবাহিনীকেও দৃষ্টি-১০ স্টারলাইনর (Drishti-10 Drone) প্রদান করা হয়েছে। সেনাবাহিনী প্রথম ড্রোনটি পাঞ্জাবের ভাতিন্দা ঘাঁটিতে স্থাপন করবে, যেখানে এটি পাকিস্তানের পশ্চিম সীমান্তের ওপর নজরদারি করতে সক্ষম হবে। আদানি ডিফেন্সের এই দেশীয় ড্রোনটি ভারতীয় স্বনির্ভরতার একটি বড় উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে। মাত্র তিন বছরের মধ্যে তারা এমন একটি এমএএলই ড্রোন তৈরি করেছে যা সাধারণত পাঁচ থেকে ছয় বছর সময় নেয়। দৃষ্টি-১০ স্টারলাইনর ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ভবিষ্যত গড়তে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি উন্নত প্রযুক্তি দ্বারা সজ্জিত, যা মিশন চলাকালে নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা প্রদান করে, এমনকি কঠোর পরিবেশ ও পাহাড়ি অঞ্চলেও কাজ করতে সক্ষম।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।