মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকায় (Dumka) জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল বছর ষোলোর এক কিশোরীকে। সেই ঘটনার রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই ফের গুলিবিদ্ধ ষোড়শী। এবার অবশ্য ঘটনাস্থল ঝাড়খণ্ড নয়, দিল্লি (Delhi)।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুমকায় অঙ্কিতা সিং নামে এক নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শাহরুখ হুসেন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বছর তেইশের শাহরুখ গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির হাসপাতালে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর।
এদিকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিল্লির বছর ষোলোর ওই কিশোরীর সঙ্গে আলাপ হয়েছিল জনৈক আমানত আলির। মিরাট থেকে এসে সে সঙ্গমবিহার এলাকায় ছিল। মাস ছয়েক আগে ওই কিশোরী বছর উনিশের আমানতের সঙ্গে সম্পর্ক ছেদ করে। পুলিশের দাবি, তার পরেই ওই কিশোরীকে খুনের ছক কষে ওই তরুণ। লক্ষ্য পূরণে সে পবন ও ববি নামে স্কুলছুট দুই যুবককে জোগাড় করে। পরে একজনকে সে ওই কিশোরীর বাড়িতে পাঠায়। জানালার কাচ ভেঙে সে ওই কিশোরীকে ভয়ও দেখায় বলে অভিযোগ। ২৫ অগাস্ট দুপুরে ওই কিশোরীকে স্কুল থেকে ফেরার পথে একা পেয়ে গুলি করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দুটো দেশীর পিস্তল এবং তিনটি কার্তুজ এবং বুলেটের খোল উদ্ধার হয়েছে।
আরও পড়ুন : ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে...!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার
সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, তিন তরুণ তাড়া করছে ওই কিশোরীকে। কিন্তু কিশোরীর পালানোর কোনও উপায় ছিল না। কারণ তার আগেই তার কাঁধে লেগেছে গুলি। আতঙ্কিত ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাত্রা হাসপাতালে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে খালি গুলির খোল। পুলিশের দাবি, ঘটনার মূল চক্রী এই আমানত। দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরতে মুজফফর নগর যায় পুলিশ। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে তিনজনকেই গ্রেফতার করা হয়। সঙ্গমবিহার থেকে ধরা হয় ববি ও পবনকে। ত্রিলোকপুরী থেকে গ্রেফতার করা হয় আমানতকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours