img

Follow us on

Friday, Jan 17, 2025

Earthquake at Delhi: শনিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারত

সকালে ভূমিকম্প অনুভূত হয় জম্মু কাশ্মীরেও

img

প্রতীকী ছবি

  2023-08-06 09:17:33

মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাতে কেঁপে উঠল (Earthquake at Delhi) রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাংশ। ভূমিকম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরেও। জানা গিয়েছে শনিবার রাতে ভূমিকম্পের (Earthquake at Delhi) উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮, প্রসঙ্গত শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু এবং কাশ্মীর। সকাল ৮টা ৩৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। তীব্রতার মাত্রা ছিল ৫.২, তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দিল্লিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন মানুষজন

শনিবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ দিল্লিতে কম্পন (Earthquake at Delhi) অনুভূত হয় বলে জানা গিয়েছে। অতিভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী বিগত কয়েক সপ্তাহ ধরেই আশ্রয় নিয়েছিল ত্রাণ শিবিরে। ধীরে ধীরে যমুনার জলস্তর কমার পরে, শনিবারে ভূমিকম্পের আতঙ্কে রাত্রিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে পড়েন অনেকে। দিল্লির একাধিক রাস্তায় এদিন লোকজনের ভিড় জমে যায়। অনেকে সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের সময়কার দৃশ্যও বন্দী করতে থাকেন।

হিন্দুকুশ পর্বত হল ভূমিকম্পের উৎসস্থল 

আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা হল শনিবারের ভূমিকম্পের উৎস। কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদেও।  এখনও পর্যন্ত সেভাবে ক্ষয়ক্ষতির কোনওরকম খবর মেলেনি। প্রসঙ্গত এটাই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে তিন তিনবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। উত্তর ভারতে একাধিক ছোট বড় কম্পন হয়েছে চলতি বছরে। শেষবারের মতো দিল্লী দুলে ওঠে ২১ মার্চ। দীর্ঘ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয় সে সময় ব্যাপক জোরালো কম্পন। ভূমিকম্পের পরে চলতে থাকে আফটার শক। ২১ মার্চের ভূমিকম্পের (Earthquake at Delhi) উৎসস্থল ছিল আফগানিস্তান। 
পাশাপাশি চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। রিখটারস্কেলে কম্পনের (Earthquake at Delhi) তীব্রতা ছিল ৫.৮, জানুয়ারি মাসে দুপুরে কম্পন অনুভূতি হয় দিল্লি এবং তার সংলগ্ন এলাকাতে। জানুয়ারির ভূমিকম্পে উৎসস্থল ছিল নেপাল। চলতি বছরে জানুয়ারি মাসের ৫ তারিখে ভূমিকম্প অনুভূত হয় জম্মু কাশ্মীরে। ৫.৯ ছিল রিখটারস্কেলে মাত্রা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Jammu and Kashmir

bangla news

Bengali news

earthquake at delhi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর