img

Follow us on

Saturday, Jan 18, 2025

Earthquake Delhi: একদিনে চারবার ভূমিকম্প নেপালে! কম্পন অনুভূত দিল্লিতে, সকালে ফের কাঁপল উত্তরাখণ্ডও

Earthquake Delhi: ইতিমধ্যে নেপালে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

img

Earthquake Delhi

  2022-11-09 14:33:45

মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যরাতের ঘুম ভাঙল ভূমিকম্পের কম্পনে (Earthquake Delhi)। মাঝরাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। আর এর জের অনুভূত হল দেশের রাজধানী দিল্লিতেও। এছাড়াও কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। ৬.৩ মাত্রার কম্পন ধরা পড়েছে রিখটার স্কেলে। ইতিমধ্যে নেপালে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে দিল্লিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, এক দিনেই মোট চারবার কেঁপে উঠেছে নেপাল। সকালে যখন প্রথম ভূমিকম্প হয়, তখন কম্পনের মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে, মাটি থেকে ১০০ কিলোমিটার গভীরে। এর পরে রাত ৯টা নাগাদ নেপালে জোড়া ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৪.৯। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৫। আর এরপর গভীর রাত প্রায় ১টা ৫৭ মিনিটে ফের কেঁপে ওঠে নেপাল। আর এবারের কম্পনের মাত্রাও ছিল বেশি। সেটির উৎসস্থলটি ছিল নেপাল সীমানার কাছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে (Earthquake Delhi)।

নেপালের পরিস্থিতি

জানা গিয়েছে, নেপালের দুই জেলায় ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল (Earthquake Delhi)। আর এর জেরেই দোতি জেলায় একটি বাড়ি ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের মধ্যে কমপক্ষে একজন মহিলা ও দুই জন শিশুও রয়েছে। দোতির মুখ্য জেলা আধিকারিক কল্পনা শ্রেষ্ঠা জানিয়েছেন, পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি।

আজ উত্তরাখণ্ডেও ভূমিকম্প

গভীর রাতের ভূমিকম্পের কম্পন দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা-সহ উত্তর ভারতের একাংশে অনুভূত হয়েছে (Earthquake Delhi)। তবে এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। কিন্তু ভূমিকম্পের এক আতঙ্ক কাটতে না কাটতেই ফের আজ সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নতুন করে ভূমিকম্প হয়েছে। যে এলাকা নেপাল সীমান্তের কাছে অবস্থিত। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আজ সকাল ৬ টা ২৭ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে পিথোরাগড়ে। ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ফলে এই ভূমিকম্পের তীব্রতা অনেকটাই কম ছিল।

Tags:

Earthquake Delhi

Earthquake Pithoragarh

Earthquake

Earthquake Nepal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর