img

Follow us on

Wednesday, Oct 30, 2024

Delhi Earthquake: বছরের প্রথম দিনই ভূমিকম্পে কাঁপল দিল্লি, ট্যুইটারে ট্রেন্ড করল 'হিলা দিয়া'

কম্পনটির এপিসেন্টার ছিল হরিয়ানা।

img

দিল্লি ভূমিকম্প

  2023-01-01 22:29:39

মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম দিনই কেঁপে উঠল দেশের রাজধানীর মাটি। ভূমিকম্পে (Delhi Earthquake) আতঙ্ক ছড়াল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। কম্পনটির এপিসেন্টার ছিল হরিয়ানা। ভূকম্পটির কেন্দ্র মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। এর আগে ১২ নভেম্বর দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখন কম্পনটির গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নীচে। সেই সময় রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫। 

আরও পড়ুন: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি 

গত কয়েকমাস ধরেই একাধিক বার কেঁপেছে দিল্লি (Delhi Earthquake) এনসিআর। তবে বর্ষবরণের উৎসবে মগ্ন থাকায় এদিন অনেকেই কম্পন অনুভব করতে পারেননি। উল্লেখ্য, উত্তর ভারতের হিমালয়ের কোলের রাজ্যগুলিতে প্রায়ই ভূমিকম্প হয়। গত কয়েক বছরে কম্পনের জেরে মারাত্মক ক্ষতি হয়েছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ-সহ একাধিক রাজ্য। বিশেষজ্ঞদের দাবি, হিমালয় অঞ্চলে বারবার ভূমিকম্প হওয়ায় বিপদের মুখে পড়ছে দিল্লি। ভবিষ্যতে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

আর এই কম্পন অনুভূত হওয়ার পরই মিমে মজে উঠলেন নেট নাগরিকরা। ট্যুইটারে ট্রেন্ড করল 'হিলা দিয়া'। দেখে নিন কিছু সেরা মিম।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Delhi Earthquake

Hila diya trend


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর