img

Follow us on

Saturday, Dec 28, 2024

ECI: বিশ্বের বৃহত্তম নির্বাচনী তথ্যভান্ডার প্রকাশ করল নির্বাচন কমিশন, কী রয়েছে তাতে?

India: যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন, কী জানেন?

img

নির্বাচন কমিশনের দফতর (সংগৃহীত ছবি)

  2024-12-27 14:38:29

মাধ্যম নিউজ ডেস্ক: স্বচ্ছতা ও গবেষণার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের (India) নির্বাচন কমিশন (ECI)। বিশ্বের বৃহত্তম নির্বাচন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে তারা। সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ৪২টি পরিসংখ্যান এবং চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রতিটিতে ১৪টি প্রতিবেদন রয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে এই ১০০টি পরিসংখ্যান প্রতিবেদন বিশ্বব্যাপী শিক্ষাবিদ, গবেষক এবং নির্বাচন পর্যবেক্ষকদের জন্য তথ্য ভান্ডার হবে।

মহিলা ভোটারের হার এবার বেড়়েছে (ECI)

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ECI) দ্বারা প্রকাশিত পরিসংখ্যানগত তথ্য অনুসারে, এই বছরের শুরুর দিকে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ৬৪.৬৪ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে মহিলা ভোটাররা পুরুষদের চেয়ে বেশি। পুরুষ ভোটারদের জন্য ৬৫.৫৫ শতাংশের তুলনায় মহিলা ভোটারের হার দাঁড়িয়েছে ৬৫.৭৮ শতাংশ। ২০২৪ সালে মনোনয়নের সংখ্যা ছিল ১২,৪৫৯। আর ২০১৯ সালে সেখানে মনোনয়নের সংখ্যা ছিল ১১,৬৯২। ২০১৯ সালে ৮,০৫৪ জন প্রার্থীর তুলনায় চলতি বছরে ৮,৩৬০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৮০০। ২০১৯ সালের নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৭২৬। 

ইসিআইয়ের এক কর্তা কী বললেন?

ইসিআইয়ের (ECI) এক কর্তা বলেন, "এই সম্পূর্ণ ডেটাটি ইসিআইয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই স্বতঃপ্রণোদিত উদ্যোগটি জনগণের আস্থা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। ডেটার মধ্যে মূলত, সংসদীয় নির্বাচনী এলাকা, বিধানসভা নির্বাচনী এলাকা, রাজ্য-ভিত্তিক ভোটার, ভোট কেন্দ্রের সংখ্যা, রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্র অনুসারে ভোটার, দলভিত্তিক ভোট ভাগ, লিঙ্গ-ভিত্তিক ভোটদানের আচরণ, মহিলা ভোটারদের রাজ্যভিত্তিক অংশগ্রহণ, আঞ্চলিক বৈচিত্র সংক্রান্ত তথ্য রয়েছে। এক কথায়, নির্বাচন বিষয়ে তথ্যের ভান্ডার।"

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

India

bangla news

Bengali news

assembly election

ECI

lok sabha election


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর