img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sanjay Raut: জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

সঞ্জয় রাউতের গ্রেফতারির ঘটনায় মুখ খুলেছেন একনাথ শিন্ডে। 

img

সঞ্জয় রাউত

  2022-08-01 12:23:53

মাধ্যম নিউজ ডেস্ক: জমি দুর্নীতি (Land Scam) মামলায় গ্রেফতার শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত। টানা ছ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করল ইডি (ED)। একটি বস্তির পুনর্নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বাড়ি থেকে লক্ষাধিক টাকার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। সোমবারই তাঁকে আদালতে তোলা হবে। এদিকে, দলীয় সাংসদের গ্রেফতারিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে শিবসেনা।  

ইডি সূত্রে খবর, সঞ্জয় রাউতের মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১১ লক্ষ ৫০ হাজার টাকা। জানা গিয়েছে, ৩১ জুলাই সকাল ৭টা নাগাদ সিআইএসএফ জওয়ানদের নিয়ে পূর্ব মুম্বইয়ের বান্ডাপে সঞ্জয়ের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার পরেই তাঁকে আটক করে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সন্ধ্যাবেলায় ইডির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অবশেষে টানা ছ ঘণ্টার জেরার পর তাঁকে গ্রেফতার করল ইডি।

আরও পড়ুন: উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি-র হানা, কেন জানেন?    

এদিকে, সঞ্জয় রাউতের গ্রেফতারির ঘটনায় মুখ খুলেছেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর (Eknath Shinde) বক্তব্য, "সঞ্জয় রাউত যদি নির্দোষ হন, এটাই চাই। তবে ইডির জিজ্ঞাসাবাদ থেকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। তিনি তো বলেছেন কোনও ভুল করেননি।"

জমি সংক্রান্ত আর্থিক তছরুপের ঘটনায় তাঁকে একাধিকবার তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুবার তিনি হাজিরা এড়িয়ে যান। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছল ইডি। কিন্তু পরে সাংসদ অধিবেশন চলছে, এই অজুহাতে এড়িয়ে যান ইডির তলব। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগীতারও অভিযোগ তুলেছে ইডি।  

এই ঘটনায় সরকারি এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছে শিবসেনা। সঞ্জয় রাউত বলেন, “মিথ্যা অভিযোগ, মিথ্যা তথ্য প্রমাণ। আমার মৃত্যু হলেও ওদের কাছে আত্মসমর্পণ করব না। কোনও দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আমি বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে একথা বলছি। বালাসাহেব আমাদের লড়াই করতে শিখিয়েছেন। আমি শিবসেনার হয়ে লড়াই চালিয়ে যাব।"

আরও পড়ুন: ইডির দফতরে হাজিরা সঞ্জয় রাউতের, চলল ১০ ঘণ্টার জেরা

বিজেপিও পাল্টা আক্রমণ শানিয়েছে রাউতের বিরুদ্ধে। বিজেপির তরফে বলে হয়েছে, "যদি তিনি সত্যিই নির্দোষ হন, তাহলে ইডিকে ভয় পাচ্ছেন কেন? সাংবাদিক বৈঠক করার সময় আছে। কিন্তু ইডির তলবে সাড়া দেওয়ার সময় নেই!" 

এপ্রিলে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতের এবং দুই সহযোগীর নামে থাকা ১১ কোটি ১৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। 

সঞ্জয় রাউতের গ্রেফতারির প্রতিবাদে আজ মুম্বাইয়ে বিক্ষোভ দেখাবে শিবসেনা। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "বিষয়টিকে সংসদেও তোলা হবে। যারা বিজেপির পর্দা ফাঁস করার চেষ্টা করছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে বিজেপি। আমরা মাথা নত করব না।" 

Tags:

shiv sena

ED

Eknath shinde

Sanjay Raut

land scam


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর