img

Follow us on

Saturday, Nov 23, 2024

Amnesty India: অ্যামনেস্টি ইন্ডিয়াকে ৫২ কোটি টাকা জরিমানা ইডির, পার পেলেন না সংস্থার প্রধানও

কিছুদিন আগেই অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেলের বিরুদ্ধে 'লুক আউট' নোটিস জারি করেছিল সিবিআই। 

img

অ্যামনেস্টি ইন্ডিয়া

  2022-07-09 14:18:38

মাধ্যম নিউজ ডেস্ক: এবার স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামনেস্টি ইন্ডিয়াকে (Amnesty India) ৫২ কোটি টাকা জরিমানা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্থাকে জরিমানা করেই ক্ষান্ত হয়নি ইডি। স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান আকার প্যাটেলকেও (Aakar Patel) ১০ কোটি টাকা জরিমানা দিতে হবে। ফরেন এক্সচেঞ্জ আইন লঙ্ঘন করার অভিযোগে এই জরিমানা দিতে হবে বলে জানিয়েছে ইডি। শুক্রবারই নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। 

আরও পড়ুন: গরুপাচারের টাকায় তৈরি ছবিতে অভিনয় করেছেন? দেবকে জিজ্ঞাসাবাদ ইডি-র  

এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে ইডি (ED)। বিবৃতিতে বলা হয়েছে, “অ্যামনেস্টি ইন্ডিয়া এবং তার প্রধান আকার প্যাটেলকে শোকজের নোটিস পাঠিয়েছেন ইডির আধিকারিকরা। অভিযোগ ১৯৯৯ সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করেছে সংস্থাটি। তাই মোট ৬২ কোটি টাকা জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে অ্যামনেস্টিকে।” জানা গিয়েছে, ভারতে স্বেচ্ছাসেবী সংস্থাটির কাজের পরিধি আরও বাড়াতে ঘুরপথে বিদেশি অনুদান নিত। আইন লঙ্ঘনের অভিযোগে অ্যামনেস্টির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।      

কিছুদিন আগেই অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেলের বিরুদ্ধে 'লুক আউট' নোটিস জারি করেছিল সিবিআই (CBI)। গত বছর ডিসেম্বর মাসে অ্যামনেস্টি এবং আকার প্যাটেলের বিরুদ্ধে মামলার চার্জশিট পেশ করেছিল তারা। সেখানেও বিদেশি অনুদান গ্রহণ করা নিয়েই অস্বচ্ছতার অভিযোগ ওঠে। তারপরেই লুক আউট নোটিস জারি করে আকার প্যাটেলের বিদেশ সফর আটকে দেওয়া হয়।

আরও পড়ুন: ২০ শতাংশ প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী কী বলেছেন, ফাঁস করল ইডি

যুক্তরাজ্যের সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অধীনস্থ ভারতীয় এই সংস্থা অ্যামনেস্টি ইন্ডিয়া। এদেশে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবেই জন্ম হয় অ্যামনেস্টির। কিন্তু অনেক বেআইনি কাজেরও অভিযোগ আছে এই সংস্থার বিরুদ্ধে।   

২০১৩ থেকে ২০১৮ সালের আর্থিক লেনদেন খতিয়ে দেখে ইডি শোকজ করেছে অ্যামনেস্টি ইন্ডিয়াকে। ওই সময়ে জনসেবার নামে বহু টাকা ঢুকেছিল অ্যামনেস্টি ইন্ডিয়ার অ্যাকাউন্টে। বেআইনি ভাবে ঢুকেছে এই টাকা বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এক ইডি আধিকারিকের কথায়, "ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় অ্যামনেস্টি ইন্ডিয়াকে ৫১ কোটি ৭২ লক্ষ ৭৮ হাজার ১১১ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সংস্থার প্রধানকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।" এ বিষয়ে অ্যামনেস্টির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

 

Tags:

cbi

ED

Amnesty India

Aakar Patel


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর