img

Follow us on

Sunday, Jan 19, 2025

Hemant Soren: খনি দুর্নীতি মামলায় অস্বস্তিতে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী, ইডি দফতরে তলব হেমন্ত সোরেনকে

৩ নভেম্বর রাঁচি শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট দফতরে সকাল ১১:৩০ মিনিটের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্তকে।

img

Hemant Soren

  2022-11-02 12:12:01

মাধ্যম নিউজ ডেস্ক: এবারে খনি দুর্নীতি মামলায় (Illegal Mining Case) সরাসরি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। আগামীকাল অর্থাৎ ৩ নভেম্বর রাঁচি শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট দফতরে সকাল ১১:৩০ মিনিটের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্তকে। ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে তাঁকে।

এর আগেই ঝাড়খন্ডে বেআইনি খনি খাদান ও আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছিল মুখ্যমন্ত্রীর (Hemant Soren)। অভিযোগ ছিল নিয়ম ভেঙে নিজের নামে খনির লিজ নিয়েছিলেন হেমন্ত সোরেন। আর এই ঘটনা ঘিরেই শুরু হয় বিতর্ক। এমনকি মুখ্যমন্ত্রীর আসনও খোয়াতে বসেছিলেন তিনি। তবে কোনওমতে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে মুখ্যমন্ত্রীর পদ বাঁচান সোরেন। কিন্তু প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারীর নজরে ছিলেন তিনি। আর এবারে সরাসরি তাঁকে তলবও করা হল।

আরও পড়ুন: বিজেপির ওয়াক আউট, ঝাড়খণ্ডে আস্থাভোটে জয়ী হেমন্ত সোরেন

এর আগে হেমন্ত সোরেনের (Hemant Soren) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পঙ্কজ মিশ্রকে এই মামলায় গ্রেফতার করেছিল ইডি। পঙ্কজের থেকেই হেমন্ত সোরেনের সই করা কতগুলি চেক এবং পাসবই পেয়েছেন বলে জানিয়েছে ইডি। এরপরেই গত ১৯ জুলাই বেআইনি আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। গত মার্চ মাসে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলায় পঙ্কজ মিশ্র ও তাঁর সহকারীদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের হয়। আর এরপরই তদন্ত শুরু করেছিল ইডি। আবার পঙ্কজ মিশ্রের পাশাপাশি তাঁর দুই সহকারী বাচ্চু যাদব ও প্রেম প্রকাশের নামও উল্লেখ করা হয়েছে এই মামলায়। গত ৪ ও ২৫ অগাস্ট ওই দুই অভিযুক্তকেও গ্রেফতার করে ইডি। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতেই রয়েছেন অভিযুক্তরা।

ইডি সূত্রে খবর, তদন্ত চলাকালীন, ইডি ভারত জুড়ে ৪৭টি তল্লাশি অভিযান চালিয়েছিল। এর জেরে ৫.৩৪ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। তাছাড়া একাধিক ব্যাংক অ্যাকাউন্টে ১৩.৩২ কোটি টাকার হদিশ পান তদন্তকারীরা। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়। এছাড়া একটি MV Infralink-III নামক ছোট জাহাজ বাজেয়াপ্ত করা হয়েছিল। পাঁচটি স্টোন ক্রাশার, দুটি হাইভা ট্রাক ছাড়াও অপরাধমূলক নথিপত্র এবং দুটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এই আবহেই জিজ্ঞাসাবাদ করতে চান ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে। ফলে আগামীকাল হেমন্ত সোরেন (Hemant Soren) ইডির তলবে সাড়া দেবেন কিনা সেটিই এখন দেখার।

Tags:

Hemant Soren

Jharkhand CM Hemant Soren

Illegal Mining Case

ED summons Hemant Soren


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর