Egypt To Buy Indian Wheat: কথায় বলে কারও পৌষমাস তো কারও সর্বনাশ...!
ভারত থেকে গম কিনবে মিশর। (প্রতীকী চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ! মূল দুই গম সরবরাহকারী (Wheat Supplier) দেশ এখন নিজেদের মধ্য়ে যুদ্ধে ব্যস্ত। এই পরিস্থিতিতে, ভারত (India) থেকে গম (Wheat) কিনতে উদ্য়োগী হল মিশর (Egypt)। এর জন্য তড়িঘড়ি ভারতকে তালিকায় অন্তর্ভুক্ত করল ফারাওয়ের (Pharaoh) দেশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) ফলে গমের যোগানে টান পড়ার ফলে বড় সমস্য়ায় পড়েছে মিশর। আর সেই ঘাটতি মেটাতে এবার ভারত থেকে গম আমদানি করার সিদ্ধান্ত নিল উত্তর আফ্রিকার (North Africa) এই রাষ্ট্রটি। ইতিমধ্য়েই, গম সরবরাহকারী অনুমোদিত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে মিশর।
গোটা বিশ্বের মধ্য়ে সবচেয়ে বেশি পরিমাণ গম আমদানি করে থাকে মিশর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে পর্যন্ত ফি-বছর রাশিয়া থেকে সস্তায় ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের গম আমদানি করত মিশর। একইভাবে, ইউক্রেন থেকে ৬১ লক্ষ মার্কিন ডলার মূল্যের গম আমদানি করত আফ্রিকার এই রাষ্ট্রটি। এই দুই দেশই ছিল, মিশরের সবচেয়ে বড় গম সরবরাহকারী দেশ। মিশরের মোট গম আমদানির ৮০ শতাংশই আসত রাশিয়া ও ইউক্রেন থেকে।
অন্যদিকে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হলেও, ভারত থেকে গম কিনত না মিশর। কিন্তু গত দুমাসে, পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে বেঁধে গিয়েছে। আর এর ফলে, বড় সমস্যায় পড়েছে মিশর। কারণ, এই দুই দেশ থেকে তাদের গমের সরবরাহ পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে, ভারতের সাহায্য চায় মিশর। ভারতও জানিয়ে দিয়েছে, যতটা সম্ভব গম সরবরাহ করে মিশরকে সাহায্য করা হবে। সম্প্রতি মিশেরর এক প্রতিনিধিদল মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও পঞ্জাবে গিয়ে গমের গুণমান, সংরক্ষণ পদ্ধতি ও রফতানির বিভিন্ন দিক খতিয়ে দেখে। এরপরই, ভারতকে সরবরাহকারী রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করে মিশর। জানা গিয়েছে, চলতি বছর মিশরকে ১০ লক্ষ টন গম সরবরাহ করবে ভারত।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে, ভারতের সামনে রফতানি বৃদ্ধি করার বিরাট সুযোগ তৈরি হল। এমনটাই মনে করা হচ্ছে। কারণ, বর্তমানে ভারতের গমের ভাণ্ডার উপচে পড়েছে। রফতানি হলে, তা ব্যবহার হবে। জমে থাকা বিপুল গম বেরিয়ে যাবে। পাশাপাশি, ভারতের রফতানির (Indias export) পরিমাণ বৃদ্ধি পাবে। বিদেশি মুদ্রা (Forex) আসবে। একইসঙ্গে, কৃষকদেরও সুবিধা হবে। কারণ, দেশ-বিদেশে চাহিদা বাড়লে তাঁদের উৎপাদিত শস্য ভাল দাম পাবে।
গমের রফতানি (Wheat export) নিয়ে মিশরের পাশাপাশি তুরস্ক, চিন, বসনিয়া, সুদান, নাইজেরিয়া ও ইরানের সঙ্গেও আলোচনা চালাচ্ছে ভারত।