ঠাকরে সরকারের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল শিন্ডের সরকার...
একনাথ শিন্ডে। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের (Maharasthra) দুই শহর ঔরঙ্গাবাদ (Aurangabad) এবং ওসমানাবাদের (Osmanabad) নাম বদলের সিদ্ধান্ত নিল শিবসেনার (Shiv Sena) একনাথ শিন্ডের (Eknath Shinde) সরকার। ঔরঙ্গাবাদের নয়া নাম হবে ছত্রপতি শম্ভাজিনগর এবং ওসমানাবাদের নতুন নাম হবে ধারাশিব।
বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়া নিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বিরোধের সূত্রপাত একনাথ শিন্ডের। পরে অনুগত বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ঠাকরে সরকারের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল শিন্ডের সরকার। ঘটনার প্রতিবাদে ঔরঙ্গাবাদে বিক্ষোভ প্রদর্শন করে শিবসেনার ঠাকরে শিবির। ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন নিয়ে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির মহা বিকাশ আগাড়ি জোট সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান বিক্ষোভকারীরা।
আরও পড়ুন : বালাসাহেব কার? গৃহযুদ্ধ শিবসেনায়
মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সময় মন্ত্রিসভার বৈঠক ডেকে শহর দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন ঠাকরে। তবে শিন্ডে এবং ফড়নবিশের দাবি, নাম পরিবর্তন নিয়ে ঠাকরে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা ছিল বেআইনি। কারণ সেই সময় উদ্ধবকে বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছিলেন ঠাকরে। উদ্ধবের সরকার ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে শম্ভাজিনগর করার সিদ্ধান্ত নিয়েছিল। শিন্ডে সরকার তার আগে বসিয়ে দিয়েছেন ছত্রপতি শব্দটি। এ সংক্রান্ত নির্দেশিকা জারি করে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, মন্ত্রিসভায় অনুমোদিত নাম পরিবর্তনের নয়া প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। পরে বিভাগীয় জেলা, তালুক, কর্পোরেশন এবং কাউন্সিল স্তরে দুই শহরেরই নাম পরিবর্তন করা হবে। শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে কৃষক নেতা ডিবি পাতিলের নামে করার সিদ্ধান্তও নিয়েছে মহারাষ্ট্রের নয়া সরকার। প্রসঙ্গত, বর্তমান শিন্ডে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দুই। একজন মুখ্যমন্ত্রী শিন্ডে, আর অন্যজন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মন্ত্রিসভা শীঘ্রই সম্প্রসারিত হবে বলেও জানা গিয়েছে শিবসেনা সূত্রে।
আরও পড়ুন : শিবসেনায় ভাঙন ঠেকাতেই দ্রৌপদীকে রাষ্ট্রপতি পদে সমর্থন উদ্ধব ঠাকরের, বলছে সমীক্ষা