কেউই স্পা জাতীয় কোনও পরিষেবাও নেননি...
গুয়াহাটিতে র্যাডিসন ব্লু হোটেল। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde)। তাঁর শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্রের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি থিতু হয়েছে। তবে এখন উঠছে অন্য প্রশ্ন। তা হল, আসামের গুয়াহাটির যে হোটেলে এতদিন ধরে ছিলেন শিন্ডে বাহিনী, তাতে খরচ হল কত?
আরও পড়ুন :শিবসেনার সব পদ থেকে শিন্ডেকে সরালেন উদ্ধব, কেন জানেন?
মহাবিকাশ আঘাড়ি নয়, বিজেপির সঙ্গে জোট গড়েই মহারাষ্ট্রে সরকার চালাতে চাইছিলেন শিন্ডে। তা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে বিরোধের জেরে অনুগামী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাটের সুরাটে চলে যান শিন্ডে। পরে সেখান থেকে মধ্যরাতের বিমান ধরে আরও এক বিজেপি শাসিত রাজ্য আসামের গুয়াহাটিতে চলে যান শিন্ডে বাহিনী। সেখানকার একটি বিলাসবহুল হোটেলে ছিলেন তাঁরা। হোটেলটির নাম র্যাডিসন ব্লু । জালুকবাড়ির গোতানগর এলাকার ওই হোটেলের ৭০টি ঘর বুক করা হয়েছিল শিন্ডে, তাঁর অনুগামী বিধায়ক এবং তাঁদের সঙ্গীদের জন্য। সূত্রের খবর, শিন্ডে বাহিনী যে আট দিন ধরে এই হোটেলে ছিলেন, সেজন্য হোটেলের বাইরে ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। শিন্ডে বাহিনী হোটেলে আসার আগে হোটেলটিতে গিয়ে সব খবরাখবর নেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার পরেই হোটেলে আসে শিন্ডে বাহিনী। পরে মহারাষ্ট্রে গিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিন্ডে। বুধবার র্যাডিসন ব্লু হোটেল ছাড়েন শিন্ডের অনুগামী বিধায়করা। তাঁদের নিয়ে গিয়ে রাখা হয় গোয়ার হোটেলে। প্রশ্ন হল, আটদিন ধরে শিন্ডে বাহিনী যে এই হোটেলে ছিলেন, তার খরচ কত?
আরও পড়ুন : বালাসাহেব কার? গৃহযুদ্ধ শিবসেনায়
এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন শিন্ডেবাহিনী। মুখ খোলেনি হোটেল কর্তৃপক্ষও। তবে সূত্র মারফত জানা গিয়েছে, বিদ্রোহী বিধায়করা বিলাসবহুল এই হোটেলে থাকা খাওয়া বাবদ সব মিলিয়ে বিল মিটিয়েছেন ৬৮ থেকে ৭০ লক্ষ টাকা।এই টাকার মধ্যে শুধুমাত্র খাওয়া বাবদ শিন্ডে বাহিনীকে দিতে হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। এই হোটেলে স্পা সহ অন্যান্য সুবিধাও রয়েছে। তবে হোটেল সূত্রে খবর, প্রয়োজনীয় পরিষেবার বাইরে এই বিধায়করা অন্য কোনও সুযোগ সুবিধা নেননি। এঁদের কেউই স্পা জাতীয় কোনও পরিষেবাও নেননি।