img

Follow us on

Saturday, Jan 18, 2025

Assembly Elections 2023: ফেব্রুয়ারিতেই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

Assembly Elections 2023: জানুন কবে হবে নির্বাচন, ভোটগণনা...

img

মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার

  2023-01-18 17:07:54

মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে উত্তর-পূর্ব ভারতে ভোটের ঘণ্টা বেজে গেল। ঘোষণা করা হল ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয় বিধানসভা নির্বাচনের দিন। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে ১৬ ফেব্রুয়ারি। নাগাল্যান্ড-মেঘালয়ে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। ভোটগণনা করা হবে ২ মার্চ। নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে ৪ মার্চের মধ্যে। আজ, বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই তিন রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা

ত্রিপুরায় ভোট হবে ১৬ ফেব্রুয়ারি। ২১ জানুয়ারি বিজ্ঞপ্তি জারির সঙ্গে মনোনয়ন জমা দেওয়া শুরু, শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়ন পরীক্ষা করা হবে ৩১ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ ফেব্রুয়ারি। অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডে বিজ্ঞপ্তি জারির সঙ্গে মনোনয়ন জমা দেওয়া শুরু ৩১ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ৮ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তিন রাজ্যেই ভোট গণনা ২ মার্চ। নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে ৪ মার্চ, শনিবারের মধ্যেই।

সাংবাদিক বৈঠকে কী কী বললেন মুখ্য নির্বাচন কমিশন?

তিনি আজ নির্বাচনের দিন ঘোষণা করার পাশাপাশি জানান যে, তিনটি রাজ্যেই ৬০ টি বিধানসভা আসন আছে। আবার তিনি এদিন এই তিন রাজ্যের ভোটারদের সংখ্যা নিয়েও বিশদে বলেন। তিনি বলেন, “নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরা মিলে মোট ৬২.৮  লক্ষেরও বেশি ভোটার রয়েছেন। এর মধ্যে ৩১.৪৭  লক্ষ রয়েছেন মহিলা ভোটার, ৯৭০০০ ভোটার ৮০-এর বেশি বয়সী ভোটার  আর ৩১,৭০০ জন প্রতিবন্ধী ভোটার। আবার ৭৬ লক্ষেরও বেশি ভোটার প্রথমবারের মত ভোট দিতে চলেছেন।” তিনি এদিন আরও জানিয়েছেন, কিছু ভোটকেন্দ্র সম্পূর্ণভাবে প্রতিবন্ধী এবং মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরা জুড়ে মোট ৩৭৬ টি পোলিং বুথে মহিলারাই কমান্ডে থাকবেন।

মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ১১-১৫ জানুয়ারি পর্যন্ত তিনটি রাজ্যেই নির্বাচন কমিশনের আধিকারিকরা পরিদর্শন করেছেন। সমস্ত জেলা কালেক্টর, এসপি, ডিজি এবং সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, এমন কয়েকটি রাজ্য রয়েছে যেখানে নির্বাচনের আগে ও পরে হিংসার ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি দু-তিনটি রাজ্যে নির্বাচন হয়েছে, যেখানে নির্বাচনের সময় কোনও হিংসার ঘটনা ঘটেনি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।

নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি এদিন থেকেই লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি। ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। ৬৯ সাধারণ পর্যবেক্ষক থাকবেন। থাকবেন ৩৩ জন পুলিশ পর্যবেক্ষকও।

Tags:

Assembly Elections 2023

Nagaland Assembly Election 2023 dates

Tripura Assembly Elections 2023 dates

Meghalaya Assembly Elections 2023 dates


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর