img

Follow us on

Saturday, Jan 18, 2025

Israel-Hamas War: সতর্ক কেন্দ্র, বাড়তি নিরাপত্তা ভারতে বসবাসকারী ইজরায়েলি নাগরিকদের

চিনে ছুরিকাহত ইজরায়েলি কূটনীতিক

img

দিল্লিতে স্পর্শকাতর জায়গাগুলিতে মোতায়েন পুলিশ (সংগৃহীত ছবি)

  2023-10-14 08:42:58

মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-প্যালেস্তাইন (Israel-Hamas War) যুদ্ধের মাঝে ভারতে বসবাসকারী ইহুদি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা দিতে উদ্যোগে হল কেন্দ্র সরকার। ভারতে বসবাসকারী কোনও ইজরায়েলের নাগরিকের ওপর যেন আক্রমণ না হয় সেই লক্ষ্যেই সতর্ক রয়েছে মোদি সরকার। কারণ ইতিমধ্যে ইজরায়েলের এক নাগরিকদের ওপর হামলার একটি ঘটনা ঘটেছে চিনে।

ভারতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ইজরায়েলি নাগরিকদের

রাজধানী দিল্লির রাস্তাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইজরায়েলের দূতাবাস এবং ইহুদীদের উপাসনাস্থল গুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইতিমধ্যে মহারাষ্ট্র, হিমাচলপ্রদেশ এবং গোয়ার প্রশাসনকে সতর্ক করা হয়েছে যাতে ইজরায়েলের (Israel-Hamas War) নাগরিক তথা কূটনীতিকদের ওপর কোনও রকমের হামলার ঘটনা না ঘটে। ভারত সহ আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি প্যালেস্তাইনপন্থীদের বিক্ষোভ থেকে ইজরায়েলের নাগরিকদের সুরক্ষা দিতে নিরাপত্তা বাড়িয়েছে বলে খবর। ইজরায়েলে বসবাসকারী ২১১ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যে মোদি সরকার ফিরিয়ে এনেছে দেশে।

বেজিং-এ হামলা ইজরায়েলের কূটনীতিক-এর ওপর

 ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের (Israel-Hamas War) মাঝে বেজিংয়ের রাস্তায় হামলার শিকার হলেন এক ইজরায়েলের কূটনীতিক। শুক্রবার খবর পাওয়া যায় ইজরায়েল দূতাবাসের এক কর্মী ছুরিকাহত হয়েছেন। চিনের বিদেশমন্ত্রক আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে। জানা গিয়েছে, ইজরায়েলের দূতাবাসের ওই কর্মীর বর্তমানে অবস্থা স্থিতিশীল। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইজরায়েলের নাগরিকের ওপরে হামলার ঘটনা চিনের ইজরায়েলি দূতাবাসের তরফ থেকে এক্স হ্যান্ডেলের পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন: পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনক্ষণ মহালয়া! এই দুই পক্ষ আসলে কী?

৭ অক্টোবর হঠাৎই ইজরায়েলের ওপর রকেট হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস

গত ৭ অক্টোবর হঠাৎই ইজরায়েলের ওপর রকেট হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। শুক্রবার পর্যন্ত পরিসংখ্যান বলছে হামাসের হামলায় ইজরায়েলের ১,৩০০ নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে ২২২ জন সেনাকর্মী আছেন। অন্যদিকে, ইজরায়েলের পাল্টা জবাবে প্যালেস্তাইনের গাজায় নিহত হয়েছেন ১,৪১৭ জন নাগরিক।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Israel-Hamas War


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর