কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেছেন, তিনি ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।
Equatorial Guinea
মাধ্যম নিউজ ডেস্ক: মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত গিনিতে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা সহ ১৬ জন ভারতীয়কে বন্দি করে রাখা হয়েছে। তাঁদের প্রায় ৮০ দিনের বেশি সময় ধরে সেখানে আটক করে রাখা হয়েছে বলে সূত্রের খবর। ফলে একটি ভিডিও-র মাধ্যমে ভারত সরকারের কাছে তাঁদের সেখান থেকে উদ্ধারের আবেদন জানিয়েছেন তাঁরা। এই ভারতীয়দের গিনি নৌসেনার কর্মীরা গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ভিডিওতে, ভারতীয়রা বলেছেন যে ভারতীয় নরওয়েজিয়ান পতাকাবাহী এমটি হিরোইক ইডুনকে নিরক্ষীয় গিনি নৌ জাহাজ দ্বারা ১২ অগাস্ট ২০২২-এ আন্তর্জাতিক সমুদ্রপথে গ্রেফতার করা হয়েছিল।
আরও জানা গিয়েছে, তাঁদের গ্রেফতারের পর গিনি নেভাল এসকর্টে আনা হয় এবং আদেশ না মানলে তাঁদের জাহাজ এবং ক্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। ভিডিওটি প্রকাশ করার সময়, তাঁদের মধ্যে একজন বলেন যে, ‘আমরা এমটি হিরোইক ইডুনের ক্রু সদস্য, আমরা অনুরোধ করছি আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে ভারতে ফিরিয়ে নেওয়া হোক। ১৪ই অগাস্ট ২০২২ থেকে আমাদের এখানে অবৈধভাবে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ক্রুতে ১৬ জন ভারতীয় ছাড়াও ৮ জন শ্রীলঙ্কার, পোল্যান্ড ও ফিলিপিন্সের ১ জন নাগরিক সহ মোট ২৬ জন সদস্য ছিলেন এবং তাঁদের সবাইকেই আটক করা হয়েছে।
16 Indian sailors, part of a 26 member crew of MT Heroic Idun detained by Equatorial Guinea; Crew says that the vessel is being illegally handed over to Nigeria. pic.twitter.com/EI95IyaFYi
— Sidhant Sibal (@sidhant) November 6, 2022
জানা গিয়েছে, তাঁরা সকলে মুম্বাইয়ে একটি সংস্থার হয়ে কাজ করেন। মুম্বাইয়ের একটি সংস্থার জাহাজে কর্মরত ওই ১৬ জন ভারতীয় গত ৮ অগাস্ট নাইজেরিয়ার একেপিও টার্মিনালে পৌঁছয়। সেখানে তাঁরা অপরিশোধিত তেল নিতে গিয়েছিলেন। কিন্তু জাহাজে তেল ভর্তি করে টার্মিনাল থেকে বেরোনোর পরে নাইজেরিয়ার তেল চুরির অভিযোগ করা হয় কর্মীদের বিরুদ্ধে। সংস্থার ওই কর্মী জানিয়েছেন, জাহাজ গিনির সমুদ্রসীমায় প্রবেশ করতে নাইজেরিয়ার নির্দেশে সে দেশের নৌসেনা তাঁদের আটকে দেয় ও সেই সঙ্গে জাহাজের উপস্থিত সকল ভারতীয় সহ বাকিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের জানানো হয়েছে, ওই জাহাজের কর্মীরা নিয়ম ভেঙেছেন, তাই তাঁদের আটক করা হয়েছে।
এই পুরো বিষয়টিতে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেছেন যে তিনি এটি সম্পর্কে অবগত আছেন। তিনি আরও বলেছেন যে তিনি ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন, ১৪ অগাস্ট থেকে মালাবোতে ৯ ভারতীয় সহ ১৫ জন ক্রু সদস্যকে আটক করে রাখা হয়েছে। ৬ ভারতীয় সহ বাকি ১১ জন ক্রু সদস্যকে জাহাজে পরিত্যক্ত করা হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, জাহাজের মালিক, ম্যানেজার এবং ক্রু সদস্যরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। ফলে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে দেশবাসী কেন্দ্র সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন।