img

Follow us on

Saturday, Jan 18, 2025

EV Battery: চিনা আমদানি কমিয়ে দেশীয় ব্যাটারির উৎপাদন বাড়াতে ৯ হাজার কোটির পরিকল্পনা কেন্দ্রের

Central Govt: দেশীয় ব্যাটারি কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বড় উদ্যোগ নিল কেন্দ্র...

img

বৈদ্যুতিক যানবাহন উৎপাদন তৈরির কাজ চলছে (সংগৃহীত ছবি)

  2024-12-04 08:09:21

মাধ্যম নিউজ ডেস্ক: চিন থেকে আমদানি কমাতে বড় উদ্যোগ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। বৈদ্যুতিক যানবাহন (ইভি) (Ev Battery) এবং পরিচ্ছন্ন শক্তি ব্যাবস্থার অন্তর্গত ব্যাটারি উপাদানগুলির উৎপাদন বাড়াতে কেন্দ্রীয় সরকার ৯ হাজার কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করেছে। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের নেতৃত্বে এই উদ্যোগ কার্যকরী হতে চলেছে। সম্ভাব্য প্রকল্পটি নিয়ে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য কী? (Ev Battery)

এই প্রকল্পের (Ev Battery) বিষয়ে আলোচনার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, হিন্দালকো, ওলা ইলেকট্রিক মোবিলিটি, এপসিলন অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি, হিমাদ্রি স্পেশালিটিসসহ ৩০-৪০টি কোম্পানি আলোচনায় অংশগ্রহণ করেছিল। এই প্রকল্পকে কার্যকর করার জন্য প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে ৯ হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত অ্যানোড, ইলেক্ট্রোড, ক্যাথোড, ইলেক্ট্রোলাইট এবং তামার ফয়েলের মতো প্রয়োজনীয় উপাদানগুলির স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার ওপর জোর দেওয়া হল এই প্রকল্পের মূল লক্ষ্য।

আরও পড়ুন: দ্রুত নামবে পারদ! মাঝ-ডিসেম্বর থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং, বলছে পূর্বাভাস

আমদানি নির্ভরতা কমবে

২০২১ সালে অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল (ACC) ব্যাটারির জন্য ১৮ হাজার ১০০ কোটি টাকার প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম চালু করা হয়েছিল। তারপরও ওলা ইলেকট্রিক, রাজেশ এক্সপোর্টস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ৪০ GWh ক্ষমতা বরাদ্দ করেছিল। ভারতীয় নির্মাতারা আমদানির (Ev Battery) ওপর প্রচুর নির্ভর করে চলেছে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে এই নির্ভরতা অনেকটাই কমবে। ভারতকে সবুজ হাইড্রোজেন এবং ইলেক্ট্রোলাইজার উৎপাদনের কেন্দ্র হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্ডিয়া এনার্জি স্টোরেজ অ্যালায়েন্স (IESA) এর প্রেসিডেন্ট দেবী প্রসাদ দাস বলেন, ‘‘বর্তমানে, চিন বিশ্বব্যাপী ব্যাটারি প্রস্তুতকারকদের অ্যানোড এবং ক্যাথোড সহ বেশিরভাগ উপাদান সরবরাহ করে। এই উদ্যোগ কার্যকরী হলে সেটা কমবে।’’ এপসিলন অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস-এর ব্যবস্থাপনা পরিচালক বিক্রম হান্ডা কেন্দ্রের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘অ্যানোড, ক্যাথোড, ইলেক্ট্রোলাইট এবং কপার ফয়েলের মতো এসিসি সেক্টরে উপাদান উৎপাদন ইকোসিস্টেমের জন্য আর্থিক সহায়তা একটি স্বনির্ভরতা গড়ে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। এতে বিনিয়োগ আরও বাড়বে। আমদানির ওপর নির্ভরতা কমবে। বিশ্বব্যাপী ব্যাটারি সরবরাহকারী হিসেবে ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করবে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

pli scheme

ev battery


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর