img

Follow us on

Sunday, Oct 06, 2024

Krishnamurthy V Subramanian: আইএমএফের এগজিকিউটিভ ডিরেক্টর পদে কে ভি সুব্রাহ্মণ্যম

বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়োগ কমিটির দেওয়া নির্দেশিকা অনুসারে, পরবর্তী আদেশ না আসা অবধি তিনবছরের জন্যে এই পদে বহাল থাকবেন সুব্রামন্যন।

img

Krishnamurthy V Subramanian

  2022-08-26 17:25:48

মাধ্যম নিউজ ডেস্ক: ১লা নভেম্বর থেকে ইন্ডিয়ান মানিটরি ফান্ডের (IMF) এগজিকিউটিভ ডিরেক্টর (ED) পদে নিযুক্ত হতে চলেছেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (CEA) কৃষ্ণমূর্তি ভি সুব্রাহ্মণ্যম (Krishnamurthy V Subramanian)। এই মুহূর্তে এই পদের দায়িত্বে রয়েছেন সুজিত ভাল্লা (Sujit Bhalla)।   

বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়োগ কমিটির দেওয়া নির্দেশিকা অনুসারে, পরবর্তী আদেশ না আসা অবধি তিনবছরের জন্যে এই পদে বহাল থাকবেন সুব্রাহ্মণ্যম। তৎকালীন ইডি এবং প্রাক্তন আরবিআই ডেপুটি গভর্নর সুবীর গোকর্ন ২০১৯ সালে মারা যাওয়ার পরে ভাল্লাকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন: বীরভূমে ১৭টি চালকলে ঢুকেছে গরু পাচারের টাকা? কেষ্টর যোগসূত্রে তদন্তে ইডি-সিবিআই   

সুব্রাহ্মণ্যমের মুখ্য অর্থনীতি উপদেষ্টা পদের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে। তারপরেই তিনি আইএসবি হায়দ্রাবাদে অধ্যাপক পদে ফিরে আসেন। করোনা পরিস্থিতিতেও অর্থনীতি উপদেষ্টা হিসেবে দেশকে অনেক সাহায্য করেছেন সুব্রাহ্মণ্যম। ২০২০ সালে কোভিড প্রথম ঢেউয়ের সময় তিনি 'ভি' আকারে অর্থনীতি পুনরুদ্ধারের আভাস দিয়েছিলেন। পরবর্তীকালে, আগের বছর ৬.৬% রেকর্ড সংকোচনের পরে ২০২২ অর্থবর্ষে জিডিপি ৮.৯% বৃদ্ধি পেয়েছে। 

আরও পড়ুন: দল চালাচ্ছে রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষী এবং আপ্তসহায়ক! বিস্ফোরক মন্তব্যের পর কংগ্রেসের হাত ছাড়লেন আজাদ

সম্প্রতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রের জ্বালানি কর কমানোর পরে, সুব্রাহ্মণ্যম মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা এবং পশ্চিমবঙ্গের মতো উচ্চ কর আদায়কারী রাজ্যগুলিকেও সেই পন্থা অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন৷    

শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অফ বিজনেস থেকে অর্থনীতিতে পিএইচডি এবং আইআইএম কলকাতা এবং আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র, সুব্রাহ্মণ্যম ব্যাংকিং, কর্পোরেট গভর্নেন্স এবং অর্থনৈতিক নীতিতে বিশেষজ্ঞ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের তত্ত্বাবধানে পিএইচডি করেছিলেন তিনি। মুখ্য অর্থনীতি উপদেষ্টার ভূমিকায় আসার আগে, তিনি উদয় কোটকের নেতৃত্বে কর্পোরেট গভর্ন্যান্সের বিশেষজ্ঞ প্যানেল এবং ব্যাঙ্ক বোর্ডগুলির পরিচালনা সংক্রান্ত পিজে নায়ক কমিটির সদস্য হিসাবেও কাজ করেছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

imf

ED

CEA

Krishnamurthy V Subramanian

Sujit Bhalla


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর