দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠান চলবে আজও।
আদি শৌর্য-পর্ব পরাক্রম কা-এর অনুষ্ঠানে।
মাধ্যম নিউজ ডেস্ক: রাজধানীতে শুরু হয়ে গেল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে মিলিটারি ট্যাটু ও ‘আদি শৌর্য-পর্ব পরাক্রম কা’ নামে একটি আদিবাসী নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল, ২৩ জানুয়ারি ও আজ, ২৪ জানুয়ারি দুই দিন ধরে এই অনুষ্ঠান উদযাপিত হবে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।
“Adi Shaurya : Parv Prakram ka”, Military Tattoo & Tribal Dance Festival 2023! https://t.co/o908e0nF5C
— Ministry of Tribal Affairs, Govt. of India (@TribalAffairsIn) January 23, 2023
এই অনুষ্ঠান নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালন করা হচ্ছে। রয়েছে নৃত্যকলার আয়োজন- আদিবাসী নৃত্যের যে আয়োজন করা হয়েছে, তাতে জায়গা করে নিয়েছে গৌর মারিয়া, সিদ্ধি ধামাল.বৈগ পারধনি, বাগরুম্বা, ঘুসাড়ি, রথওয়া, গাড্ডিনাটি সমেত একাধিক ধরণের নৃত্য।
“Aadi-Shaurya:Parv Parakram Ka” #MilitaryTattoo & #TribalDance inaugurated by Shri Om Birla, Hon’ble LokSabha Speaker in presence of Sh. Arjun Munda, Hon’ble Minister of Tribal Affairs, Sh. Ajay Bhatt, Hon’ble Raksha Rajya Mantri and DG #ICG VS Pathania.https://t.co/8B3RMSmrhQ pic.twitter.com/Qav2ZVCl4i
— Indian Coast Guard (@IndiaCoastGuard) January 24, 2023
গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্দেশে নেতাজির জন্মবার্ষিকীকে সাধারণতন্ত্র দিবস (Republic Day) উদযাপনের অংশ করা হয়। কেন্দ্রের তরফে নেতাজির জন্মবার্ষিকীকে ‘পরাক্রম দিবস’ (Parakram Divas) হিসাবে পালনের ঘোষণাও করা হয়। সেই মতোই এদিন থেকেই দিল্লিতে শুরু হয়ে গেল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান।
আরও পড়ুন: প্রযুক্তি বিশ্বে এগিয়ে চলেছে দেশ! ‘টেকনোলজি হাব’-এর জন্য প্রস্তুত গ্রামীণ ভারতও
এদিন সকাল থেকেই রাজধানীর কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ বা প্যারেডের রিহার্সাল শুরু হয়। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে ইতিমধ্যেই দিল্লি পুলিশের তরফে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে।
Adi-Shaurya: Parv Parakram ka coordinated by @IndiaCoastGuard kept an overwhelming #Delhi NCR audience enthralled on the opening day. Glittering #JLN stadium saw Military & Tribal performance blended by Kailash Kher melodies. Event continues on 24 Jan with same schedule & perform pic.twitter.com/QH0jTiITnD
— Indian Coast Guard (@IndiaCoastGuard) January 23, 2023
‘আদি শৌর্য-পর্ব পরাক্রম কা’ নামে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, অজয় ভাট। অনুষ্ঠানে আদিবাসী নৃত্য, সেনা কৌশল ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন পদ্মশ্রী প্রাপক গায়ক কৈলাস খের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।