img

Follow us on

Friday, Nov 22, 2024

Andhra's Christian High School: হিন্দু রীতি মানতে বাধা! অন্ধ্রপ্রদেশে খ্রিস্টান স্কুলে নয়া বিতর্ক

অভিযোগ, স্কুলে জোর করে পড়ানো হচ্ছে বাইবেল। পরতে দেওয়া হচ্ছে না তিলক। স্কুল ছাড়তে চাইলে দাবি করা হচ্ছে, অতিরিক্ত টাকা

img

মাউন্ট কার্মেল হাইস্কুল।

  2022-08-26 08:34:39

মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু রীতি অনুযায়ী তিলক বা টিপ পরে স্কুলে যাওয়াকে কেন্দ্র করে বাঁধলো বিতর্ক। কেন্দ্রস্থল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি স্কুল। সম্প্রতি  কুর্নুলের (Kurnool) মাউন্ট কার্মেল হাইস্কুলের (Mount Karmel High School) এই ঘটনা সামনে আসায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। 

প্রসঙ্গত হিন্দু ধর্মে মাঙ্গলিক তিলক পরার রীতি রয়েছে। অনেকে ঈশ্বরের আর্শীর্বাদ হিসেবে টিপও পরেন। অভিযোগ, স্কুলে হিন্দু ছাত্ররা তিলক পরে এলে তাদের তা মুছে ফেলতে বলা হয়। শিক্ষকদের কাছে বকুনিও শুনতে হয় ছাত্রছাত্রীদের। এই নিয়ে একটি স্বেচ্ছাসেবক সংস্থা সম্প্রতি অভিযোগও দায়ের করে। অভিযোগ, ধর্মীয় আচারণ বাধাপ্রাপ্ত হচ্ছে এই যুক্তিতে ৩৬ জন ছাত্র স্কুল ছাড়তে চায়। কিন্তু তাদের টিসি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা চায় স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ভর্তির সময়ও ছাত্রছাত্রীদের কাছে অতিরিক্ত টাকা চাওয়া হয় বলে দাবি অভিভাবকদের। স্কুলে জোর করে বাইবেল পড়ানো হয় বলেও অভিযোগ তোলেন অনেক।

উল্লেখ্য, রাখি উৎসকে কেন্দ্র করে কিছুদিন আগেই বিতর্ক বাধে কর্ণাটকের ম্যাঙ্গালোরের একটি স্কুলে। পড়ুয়াদের হাতে রাখি খেই সেগুলিকে জোরপূর্বক খুলতে বাধ্য করেন শিক্ষকরা। এমনকি, পরবর্তীতে সেগুলি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। ঘটনাটি সামনে আসতেই অভিভাবকদের পাশাপাশি এলাকার বহু হিন্দু সংগঠনও বিক্ষোভে সামিল হয়। উত্তেজনা ছড়াতেই ইংলিশ মিডিয়াম স্কুলের ফাদার সন্তোষ লোবো জানান, “অভিযোগ সামনে আসার পরই আমরা সকলকে নিয়ে একটি বৈঠক আয়োজন করি। এই কাজটি যারা ঘটিয়েছে, তারা সকলেই ক্ষমা চেয়ে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত করা গিয়েছে।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Tags:

India

Andhra Pradesh

school

CHRISTIAN HIGH SCHOOL

CHRISTIAN

NCPCR


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর