img

Follow us on

Thursday, Nov 21, 2024

KVR: গোহারা মুখ্যমন্ত্রী, ধরাশায়ী কংগ্রেস সভাপতি, তেলঙ্গনায় সুপার হিরো বিজেপির কেভিআর

তেলঙ্গনায় বিজেপির কাছে পরাস্ত মুখ্যমন্ত্রী কেসিআর...

img

তেলেঙ্গনায় মুখ্যমন্ত্রীকে পরাস্ত করেছেন কাটিপাল্লি ভেঙ্কট রমন রেড্ডি (সংগৃহীত ছবি)

  2023-12-03 21:58:57

মাধ্যম নিউজ ডেস্ক: তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর পরাস্ত হলেন বিজেপি প্রার্থী কেভিআর-এর (KVR) কাছে। শুধু তাই নয় ওই একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি। তিনিও পরাস্ত হয়েছেন। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী অবশ্য গাজোওয়েল আসনটি থেকেও প্রতিদ্বন্দিতা করেছেন। সেখানে তিনি এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

জোড়া জয়েন্ট কিলারের মর্যাদা পেলেন কেভিআর (KVR)

তেলেঙ্গনা রাজ্যে জয়লাভ করেছে কংগ্রেস। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে রাজ্য সভাপতি সেখানকার মুখ্যমন্ত্রীর মুখ। হারের পরও শোনা যাচ্ছে ওই পদে আসতে চলেছেন তিনি। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে কংগ্রেস সভাপতি ও বর্তমান মুখ্যমন্ত্রীকে হারতে হল। রাতারাতি খবরের শিরোনামে এলেন কাটিপাল্লি ভেঙ্কট রমন রেড্ডি। জোড়া জয়েন্ট কিলারের মর্যাদা পেলেন তিনি (KVR)।

কেভিআর-এর সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন

জানা যাচ্ছে কাটিপাল্লি ভেঙ্কট রমন রেড্ডি (KVR), যিনি জনপ্রিয় কেভিআর নামে তিনি একজন নামকরা ব্যবসায়ী তেলঙ্গনা রাজ্যের। সব থেকে জোর চর্চা চলছে এখন তাই চলছে কামারেড্ডি আসনটি নিয়ে। কারণ এখানেই কংগ্রেসের রাজ্য সভাপতি রেভানাথ রেড্ডি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জানা গিয়েছে, কেভিআর তাঁর রাজনৈতিক কেরিয়ারের সূচনা করেছিলেন কংগ্রেসের একজন কর্মী হিসেবে এবং স্থানীয় নিজামাবাদ জেলাতে জেলা পরিষদের জন প্রতিনিধি ছিলেন। তখন অবশ্য তেলেঙ্গনা ভাগ হয়নি। অন্ধ্রপ্রদেশের নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডির নেতৃত্বেই তিনি কংগ্রেস করতেন। রাজশেখর রেড্ডির মৃত্যুর পরে তিনি কংগ্রেস ত্যাগ করেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। সেসময় তেমন কিছু না করতে পারলেও ২০১৮ সালের নির্বাচনের পর থেকেই তিনি ব্যাপক জনসংযোগ করতে থাকেন। যে কোনও মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানো এবং তাঁদেরকে সব রকমের সাহায্য করার ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে থাকেন। এর ফলেই তাঁর ছবি চওড়া হতে থাকে। ফল মিলল আজ।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Telangana

Katipally Venkata Ramana Reddy

Kamareddy

Chief Minister and BRS chief K Chandrasekhar Rao (KCR)

Congress chief A Revanth Reddy

KVR


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর