img

Follow us on

Sunday, Jan 19, 2025

Cyrus Mistry: তীব্র গতি কাড়ল প্রাণ, গাড়ি দুর্ঘটনায় মৃত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদি ট্যুইটে বলেন, "মর্মান্তিক, তাঁর মৃত্যু বাণিজ্য ও শিল্প জগতের জন্য বড় ক্ষতি।"

img

সাইরাস মিস্ত্রি

  2022-09-04 19:21:24

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ও শিল্পপতি সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে (Palgahr)। সূত্রের খবর, তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ও সেখানেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ৩টে ১৫ মিনিটে আহমেদাবাদ থেকে মুম্বইয়ে মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস। চারোতি ব্রিজের কাছে ডিভাইডারে ধাক্কা মারে। জানা গিয়েছে, সেই গাড়িতে মোট চারজন ছিলেন। সাইরাসের সঙ্গে আরও একজন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি হলেন জাহাঙ্গীর বিনশাহ প্যান্ডোল। আর বাকি দুজন অনাহিতা প্যান্ডোল ও ড্যারিয়াস পান্ডোল আহত হয়েছেন। তাঁদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনাহিতা প্যান্ডোল গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

সম্প্রতি দুর্ঘটনার যেসব ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গাড়ির ভেতরের অংশ ভেঙে সব চুরমার হয়ে গিয়েছে।

এদিকে সাইরাসের মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) শোকপ্রকাশ করে ট্যুইটারে লিখেছেন ‘শ্রী সাইরাস মিস্ত্রির অকাল মৃত্যু মর্মান্তিক। দক্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন তিনি এবং তিনি ভারতের অর্থনৈতিক দক্ষতায় বিশ্বাস করতেন। তাঁর মৃত্যু বাণিজ্য ও শিল্প জগতের জন্য বড় ক্ষতি। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর শোক প্রকাশ করে  বলেছেন, "মিস্ত্রি কেবল একজন সফল শিল্পপতিই ছিলেন না, একজন তরুণ এবং ভবিষ্যৎমুখী ব্যক্তিও ছিলেন। আমরা একজন মেধাবী শিল্পপতিকে হারালাম। তাঁর মৃত্যু শুধু মিস্ত্রি পরিবারের জন্য নয়, ভারতের শিল্প বিভাগের জন্যও ক্ষতি। তাঁর মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা।”

প্রসঙ্গত, সাইরাস মিস্ত্রি শিল্পপতি পালোনজি শাপুরজি মিস্ত্রির ছেলে। সবচেয়ে সফল শিল্পপতিদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৯১ সালে সাইরাস পালোনজি গ্রুপে যোগ দিয়েছিলেন। এরপরে টাটা গ্রুপে যোগদান করেন ও রতন টাটার পর ২০১৩ সালে টাটা সন্সের চেয়ারম্যান হন। এরপর ২০১৬ সালে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ৫৪ বছরেই সাইরাসের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের শিল্প মহলে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Former Tata Sons head Cyrus Mistry dies

Cyrus Mistry

Cyrus Mistry dies in car accident


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর