img

Follow us on

Monday, Nov 25, 2024

Taj Mahal: নিয়ম ভেঙে তাজমহলে নমাজ পাঠ! গ্রেফতার চার

Taj Mahal: তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মী এবং সিআইএসএফ-এর জওয়ানরা...

img

তাজমহলে নামাজ পড়ে গ্রেফতার চার। ফাইল ছবি

  2022-05-27 18:08:58

মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বের সপ্তম আশ্চর্য, তাজমহল (Taj Mahal)। বৃহস্পতিবার তাজমহল চত্বরের মসজিদে নমাজ (Namaz) পড়ার জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে।আগরার পুলিশ সুপার বিকাশ কুমার জানান, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন হায়দ্রাবাদের বাসিন্দা এবং একজন আজমগড়ের। অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতি শুক্রবার সমস্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে তাজমহল। তাজমহলের প্রধান দরজার পশ্চিম দিকে শাহি মসজিদ রয়েছে। শুধুমাত্র শুক্রবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত নমাজ পড়ার জন্য খুলে দেওয়া হয় তাজমহল। সূত্রের খবর অনুযায়ী, ঘটনার দিন ওই চার অভিযুক্ত মসজিদে নিয়মের বিরুদ্ধে গিয়ে নমাজ পড়ে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archeological Survey of India) শুধুমাত্র শুক্রবারই নমাজ পড়ার অনুমতি দিয়েছে। বিষয়টি নজরে পড়তেই ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকরা পুলিশকে জানান। 

আরও পড়ুন: তাজমহল আসলে তেজো মহালয়া শিবমন্দির! জানেন কি এই বিতর্কের আসল কারণ?

জানা গিয়েছে, এদিন বিকাল ৫টা নাগাদ ওই চারজনকে তাজমহল চত্বরের শাহি মসজিদে নমাজ পড়তে দেখা যায়। তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মী এবং সিআইএসএফ-এর জওয়ানরা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

আরও পড়ুন: কী আছে তাজমহলের বন্ধ ঘরগুলিতে? ছবি প্রকাশ করল এএসআই

কিছুদিন আগেই তাজমহলের তালাবন্ধ ২২টি ঘর খোলার বিষয়ে বিজেপি নেতার পিটিশন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। তা নিয়ে গোটা দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। ফের নমাজ বিতর্কে জড়াল এই স্মৃতি সৌধের নাম।

                                               

Tags:

Arrested

  Taj Mahal

Namaj

Archeological Survey of India

Agra Police


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর