"আমরা কাশ্মীর দেখেছি এবং কাশ্মীরবাসীর ভালবাসা উপভোগ করেছি"...
জি-২০ বৈঠকের লোগো। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল জি২০-র (G20) তৃতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক। মঙ্গলবার শেষ হয় ওই বৈঠক। বুধবার সকালে বৃষ্টির মধ্যেই ভূস্বর্গ ঘুরে দেখতে বেরিয়ে পড়েন বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা। এই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রায় ৬০ জন বিদেশি প্রতিনিধি। দিনের শুরুতেই জাবারওয়ান পর্বতমালাকে ব্যাকড্রপ করে যোগা করেন তাঁরা। তার পরেই চলে যান নিশাত গার্ডেন ঘুরে দেখতে। ডাল লেকের ধারে রয়েল স্পিং গল্ফ কোর্সও ঘুরে দেখেন ওই প্রতিনিধিরা। ট্যুইট-বার্তায় একথা জানান কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী স্বয়ং।
ভিনদেশিদের দেখে খুশি কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকরাও। তাঁদের অনেককেই এই বিদেশি অতিথিদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। এঁদের অনেকেই কাশ্মীরের ট্র্যাডিশনাল পোশাক পরেছিলেন। জি২০ শেরপা অমিতাভ কান্ত বলেন, “এটা একটা দারুন অভিজ্ঞতা। আন্তরিক (G20) আতিথেয়তা, উষ্ণ অভ্যর্থনা। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তাই আমরা কাশ্মীর দর্শন উপভোগ করলাম। আমরা কাশ্মীর দেখেছি এবং কাশ্মীরবাসীর ভালবাসা উপভোগ করেছি।”
#WATCH | G20 delegates visit Srinagar's Polo View Market during their visit to Kashmir for the 3rd G20 Tourism Working Group Meeting
— ANI (@ANI) May 24, 2023
"Tourists from around the world should visit Kashmir," says Simon Wong, High Commissioner of Singapore to India. pic.twitter.com/IRF5Nvkt40
অভ্যাগতরা যে কাশ্মীরের অ্যাম্বাসাডর হবেন সে আশা প্রকাশ করে তিনি বলেন, “এখানে রয়েছে সুফি সংস্কৃতি। যেটা জি২০-র দর্শনের সঙ্গে মেলে। কাশ্মীরের সুফি মতবাদের সার কথাই হল, আমরা সবাই একই পরিবারের। আমরা একটা পরিবারের মতো থেকে জি২০ উপভোগ করেছি। প্রত্যেক প্রতিনিধি একটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা নিয়ে ফিরে গিয়েছেন এবং তাঁরা প্রচুর পর্যটক নিয়ে ফিরবেন।”
এদিন ডাল লেকের পাশে বুলেভার্ড রোডও ঘুরে দেখেন বিদেশি প্রতিনিধিরা। কেনাকাটা করতে চলে যান লালচকের পোলো মার্কেটে। সেই কারণে কাশ্মীরের ওই বাজার আধ ঘণ্টার জন্য (G20) বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। ভারতে সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওয়াং বলেন, “বিশ্বের প্রতিটি প্রান্তের পর্যটকের কাশ্মীর দেখা উচিত।”
প্রসঙ্গত, শ্রীনগরের ওই বৈঠকে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, আমেরিকায় এবং ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা।
আরও পড়ুুন: “মোদিজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নবান্নে”, বোমা ফাটালেন শুভেন্দু
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: