img

Follow us on

Friday, Sep 20, 2024

Data Protection Bill: ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিলের নয়া খসড়া, জানেন জরিমানার পরিমাণ?  

খসড়া বিল নিয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে...

img

প্রতীকী ছবি।

  2022-11-19 14:43:50

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিলের (Data Protection Bill) খসড়া। শুক্রবার এটি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে। গত পাঁচ বছর ধরে তৈরি করা এই খসড়া বিল নিয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষ ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলের খসড়া নিয়ে মতামত দিতে পারবেন।

গুণতে হবে জরিমানা...

ডিজিটাল মাধ্যম ও ডেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই একাধিক নিয়ম আনার প্রস্তাব দেওয়া হয়েছে এই খসড়া বিলে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আইনে পরিণত হলে এবং সেই আইন লঙ্ঘন করলে ৫০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে খসড়া বিলে। প্রসঙ্গত, ২০১৯ সালে সে খসড়া বিল প্রকাশিত হয়েছিল, তাতে প্রস্তাবিত জরিমানার পরিমাণ ধার্য করা হয়েছিল ১৫ কোটি টাকা অথবা সংস্থার বার্ষিক লেনদেনের চার শতাংশ টাকা। এবার সেই জরিমানার পরিমাণ এক লপ্ত বেড়েছে বহু গুণ। প্রস্তাবিত নয়া বিলটি আসে ডেটা প্রোটেকশন বিলের (Data Protection Bill) পরিবর্তে। চলতি বছরের অগাস্ট মাসে ওই বিলটি প্রত্যাহার করে নেয় মন্ত্রক। নয়া খসড়া প্রস্তুত করেছে ভারতের ডেটা প্রোটেকশন বোর্ড।

আরও পড়ুন: ‘কয়লা পাচারের হাজার কোটি টাকা গিয়েছে…’, কাকে নিশানা করলেন শুভেন্দু?

বর্তমান ব্যক্তিগত ডিজিটাল তথ্য সুরক্ষা বিলে বলা হয়েছে, শিশু ও তার অভিভাবকরা পরস্পরের তথ্য দেখতে পারবে। ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে ইংরেজি বা সাংবিধানিক যে কোনও একটি ভাষা ব্যবহার করা যাবে। প্রস্তাবিত নয়া বিলের খসড়ায় গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখার ওপর বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডিজিটাল বিশ্বকে নিরাপদ রাখতে এটি (Data Protection Bill) চালু করতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। তাই প্রস্তুত হয়েছে খসড়া। নেওয়া হচ্ছে জনগণের মতামতও। নয়া এই বিল আইনে পরিণত হওয়ার পর গ্রাহকের সম্মতি ছাড়া ডেটা ব্যবহার করতে পারবে না কোম্পানিগুলি। কোনও কারণে কোম্পানি যদি ডেটা নিয়ে অপব্যবহার করে, তাহলে বিলে বিধান রয়েছে জরিমানা ধার্য করার। প্রস্তাবিত বিলের খসড়ায় লেখা হয়েছে, সরকার চাইলে দেশের স্বার্থে এজেন্সিগুলিকে তার পরিধির বাইরে রাখতে পারে। 

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Bengali news

Data Protection Bill

data

personal data protection bill draft


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর