img

Follow us on

Saturday, Jan 18, 2025

Govinda: ১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দার! পুলিশি জেরার মুখে সুপারস্টার 

Online Ponzi Scam Case: পঞ্জি কেলেঙ্কারিতে খুব শীঘ্রই পুলিশি জেরার মুখে পড়বেন অভিনেতা গোবিন্দা

img

দুর্নীতির জালে গোবিন্দা।

  2023-09-15 17:28:47

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১০০০ কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার। পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন তিনি। গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা। সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুনীর্তি জাল বিস্তার করেছে।  এই সংস্থার হয়ে প্রচারমূলক ভিডিয়োতে দেখা গিয়েছিল গোবিন্দাকে। আর সেই কারণে গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গোবিন্দার বিরুদ্ধে কী অভিযোগ

ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ জানান, খুব শীঘ্রই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম মুম্বইতে যাবে। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা। যদিও পরে ওই আধিকারিক বলেন, ‘‘তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দা এই ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাঁকে সাক্ষী হিসাবে পেশ করা হবে।’’

আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

কী বললেন গোবিন্দা

এই তলব নিয়ে এখনও পর্যন্ত বলিউড সুপারস্টারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখ খুলেছে তাঁর টিম। গোবিন্দার ম্যানেজার সাসি সিনহা বলেন, "এই ঘটনার সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ নেই। তিনি আরও বলেন, “একটি সংস্থার ইভেন্টে গোবিন্দা গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের কোনও সম্পর্ক নেই। অর্ধসত্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।" ওডিশা পুলিশ সূত্রে খবর, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে এই সংস্থাটি ভদ্রক, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বরে কমপক্ষে দশ হাজার মানুষের থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছিল। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, পঞ্জাব, রাজস্থানেও এই সংস্থার জাল ছড়িয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। এবার ঘটনার সঙ্গে গোবিন্দার নাম যোগ হওয়ায় হইচই বিনোদন জগতে। যদিও এই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এখনও পর্যন্ত গোবিন্দা বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

Tags:

Madhyom

bangla news

scam

Online Ponzi Scam Case

Bollywood Scoop

Govinda


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর