বকেয়া মেটাতে ঋণ নিয়েছে কেন্দ্র...
জিএসটি বাবদ রাজ্যগুলিকে কেন্দ্র দিল ৮৬ হাজার ৯১২ কোটি টাকা।
মাধ্যম নিউজ ডেস্ক: জিএসটি (GST) বাবদ রাজ্যগুলির যাবতীয় বকেয়া প্রাপ্য টাকা মিটিয়ে দিল কেন্দ্র। গতকাল এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Ministry of Finance) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে।
সব মিলিয়ে রাজ্যগুলিকে কেন্দ্র দিয়েছে মোট ৮৬ হাজার ৯১২ কোটি টাকা। এই খাতে পশ্চিমবঙ্গ (west bengal) সরকার পেয়েছে ৬ হাজার ৫৯১ কোটি টাকা। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের অর্থ মন্ত্রকের তরফে রাজ্যের অর্থ দফতরে এ ব্যাপারে অর্ডারও পাঠানো হয়েছে।
কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বারবার কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা নিয়েও প্রশ্ন তুলেছেন নানা সময়ে। এই পরিস্থিতিতেই রাজ্যকে দেওয়া হল প্রায় সাড়ে ছ'হাজার কোটি টাকা।
আরও পড়ুন : দেউলিয়ার পথে রাজ্য সমবায় ব্যাঙ্ক?
টাকা পেলেও, অভিযোগের অন্ত নেই নবান্নর। রাজ্যের দাবি, জিএসটি বাবদ বকেয়ার পরিমাণ ঢের বেশি। কেন্দ্রের তরফে টাকা পাওয়ার পর রাজ্য সরকার হিসেব করে এই বাবদ আরও টাকা চাইতে পারে বলেও নবান্ন সূত্রের খবর।
মঙ্গলবার অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যগুলি যাতে তাদের সম্পদ এবং মূলধন ব্যয় মসৃণভাবে পরিচালনা করতে পারে সেই জন্যই এই টাকা দেওয়া হয়েছে। জিএসটি ক্ষতিপূরণ তহবিলে প্রায় ২৫ হাজার কোটি থাকা সত্ত্বেও সরকার পুরো অর্থ দিয়েছে। অবশিষ্ট অর্থ কেন্দ্রের নিজস্ব সম্পদ, সেস সংগ্রহের মুলতুবি থাকা অর্থ থেকে দেওয়া হয়েছে।
মোট ৮৬ হাজার ৯১২ কোটির মধ্যে জানুয়ারি পর্যন্ত ৪৭ হাজার ৬১৭ কোটি টাকা মূল্যের ক্ষতিপূরণ বকেয়া ছিল। ফেব্রুয়ারি-মার্চের জন্য বকেয়ার পরিমাণ ২১ হাজার ৩২২ কোটি টাকা। আর এপ্রিল-মে মাসে বকেয়ার পরিমাণ ১৭ হাজার ৯৭৩ কোটি টাকা। কেন্দ্র জানিয়েছে, ৩১ মে পর্যন্ত যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : 'পিএম কিষান-এর টাকা ছেড়েছে কেন্দ্র, ব্যাঙ্কে ঢুকল কিনা দেখে নিন এভাবে
কেন্দ্রের দাবি, রাজ্যগুলির সুরক্ষিত রাজস্ব ১৪ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়ছে। অথচ সেস সংগ্রহ একই অনুপাতে বাড়েনি। রাজ্যগুলিকে টাকা দিতে কেন্দ্র ২০২০-২১ অর্থবর্ষে ১.১ লক্ষ কোটি টাকা এবং পরের অর্থবর্ষে ১.৫৯ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। ছেড়ে দিয়েছে সেস আদায়ের ঘাটতির অংশও। কেন্দ্র ঘাটতি মেটাতে তহবিল থেকে নিয়মিত জিএসটি ক্ষতিপূরণও দিয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ প্রচেষ্টায় সেস সহ মোট মাসিক জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।