img

Follow us on

Sunday, Jan 19, 2025

Gujarat Election: মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি

বিগত ২৭ বছর ধরে গুজরাটে টানা ক্ষমতায় থেকেছে গেরুয়া শিবির...

img

মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি

  2022-12-08 16:14:38

মাধ্যম নিউজ ডেস্ক: একজ়িট পোলের সমীক্ষাকে সত্যি করে গুজরাটে ফের গেরুয়া-ঝড় (Gujarat Election) । আবারও মোদি-ম্যাজিকের ছোঁয়া গুজরাটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ১৫০-এর বেশি আসনে ইতিমধ্য়েই এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির। 

বিগত ২৭ বছর ধরে গুজরাটে টানা ক্ষমতায় থেকেছে বিজেপি। ১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Election) এবারও এগিয়ে বিজেপি। আড়াই দশকেরও বেশি সময় পর আজও সেই রাজ্যে অব্যাহত মোদি ম্যাজিকই। তারই প্রতিফলন দেখা যাচ্ছে গুজরাটের ভোটবাক্সে। প্রাথমিক ট্রেন্ডে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে বিজেপি। শেষ পর্যন্ত কত ব্যবধানে বিজেপি জেতে সেটাই দেখার। 

গুজরাটে গেরুয়া-ঝড়

সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা (Gujarat Election)। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা গুজরাটে টানা সপ্তমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রকাশ করেছিল। বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। এবিপি-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ১২৮-১৪০টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১-১৫১টি আসন। টুডে’জ চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এ বার বিজেপির আসন সংখ্যা হতে পারে ১৫০টি। উল্লেখ্য, বুথফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে, তা নয়। কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি থাকায়, এই ধরনের সমীক্ষাকে অস্বীকার করাও যায় না। তবে, সব সমীক্ষাকে সত্যি প্রমাণ করে এবারও গুজরাটে বিজয়ধ্বজা ওড়াতে চলেছে ‘পদ্ম-ব্রিগেড’। 

হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই

অন্যদিকে, অপর রাজ্য হিমাচল প্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই (Himachal Pradesh Election)। এখানে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। সবশেষ ফলাফল অনুযায়ী ৬৮ আসনের হিমাচলে কংগ্রেসের ঘরে ঢুকেছে ৩২ আর বিজেপির ৩৩টি আসন। প্রদেশটিতে বিজয়ী হতে হলে প্রয়োজন ৩৫টি আসন। হিমাচলে, ১২ নভেম্বর ৬৮টি আসনের জন্য ভোটপর্ব অনুষ্ঠিত হয়। অন্যদিকে গুজরাটে ১৮২টি আসনের জন্য ১ এবং ৫ ডিসেম্বর দুটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Tags:

Amit Shah

PM Modi

gujarat election

Gujarat Election results

Gujarat Election 2022 results

Modi Magic