সাধারণ মানুষ চায়, মজবুত সরকার। শক্ত হাতেই থাক দেশের শাসন ব্যবস্থা। আর এক্ষেত্রে নরেন্দ্র মোদির কোনও বিকল্প নেই
অমিত শাহ।
মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয় আসন্ন লোকসভা ভোটে ভাল প্রভাব ফেলবে। এমনই অভিমত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। রবিবার সুরাট শহর ও জেলা বিজেপি আয়োজিত নব নির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মত ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গুজরাট বিধানসভা নির্বাচনে বিশাল জয়ে উজ্জীবিত বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে এই সাফল্য ইতিবাচক প্রভাব ফেলবে। গুজরাট বিধানসভায় নিবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক নতুন নতুন দল এবারের নির্বাচনে অংশ নিয়েছিল। দিয়েছিল ভুরিভুরি প্রতিশ্রুতি। যা শুনে কিছু মানুষ বিভ্রান্ত হলেও, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই আছেন। তাই বাকি দলগুলির ব্যাপক বিপর্যয় ঘটেছে নির্বাচনের ফলাফলে। একই সঙ্গে গুজরাটের বিপুল জয় আগামী দিনে লোকসভা নির্বাচনে কী হতে যাচ্ছে, তা বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষ চায়, মজবুত সরকার। শক্ত হাতেই থাক দেশের শাসন ব্যবস্থা। আর এক্ষেত্রে নরেন্দ্র মোদির কোনও বিকল্প নেই।’
আরও পড়ুন: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের
গুজরাটের নতুন বিধায়কদের উদ্দেশে অমিত শাহ আরও বলেন, ‘এই বিশাল জয় গোটা দেশের বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে, আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তা ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমার বিশ্বাস। দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন। তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। গুজরাটের মানুষ নরেন্দ্র মোদিকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন বলেই পর পর দু’বার লোকসভা নির্বাচনে এখানে আমরা ২৬টির মধ্যে ২৬টি সিট জিততে পেরেছি। আশা করি, এবারও তার অন্যথা হবে না। এখন থেকেই আমাদের নতুন লক্ষ্যে কাজ শুরু করে দিতে হবে। গুজরাটের মানুষকে ভীষণই ভালোবাসেন প্রধানমন্ত্রী। তাই বিধানসভা নির্বাচনের সময় তিনি গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিলেন। তার ফল আমরা হাতেনাতে পেয়েছি। বিরোধীরা মোদি-ঝড়ে উড়ে গিয়েছে। সব কিছুই ফিকে পড়েছে তাঁর জনপ্রিয়তার সামনে।’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।