img

Follow us on

Wednesday, Dec 25, 2024

Haryana: হরিয়ানায় মিলল ৫০০০ বছরের পুরানো জল ব্যবস্থার কৌশল, আর কী মিলল?

Rakhigarhi: হরিয়ানার রাখিগড়িতে খননের পর কী কী মিলল জানেন?

img

রাখিগড়িতে খননের পর এলাকার দৃশ্য (সংগৃহীত ছবি)

  2024-12-24 13:42:19

মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার (Haryana) হিসারের রাখিগড়িতে খননকার্য চালিয়ে হরপ্পা যুগের জলাশয়ের হদিশ মিলেছে। ৫ হাজার বছর আগে সেখানকার বাসিন্দারা কীভাবে জলের সংস্থান করতেন, তার প্রমাণ মিলেছে। সাংস্কৃতিক অনুশীলনের উল্লেখযোগ্য প্রমাণও মিলেছে।

এএসআইয়ের কর্তা কী বললেন?(Haryana)

রাখিগড়ি (Haryana) এলাকাটি হরপ্পা-যুগের বৃহত্তম পরিচিত স্থান। ৮৬৫ একর বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে রাখিগড়ি। গভীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই জায়গার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এর জয়েন্ট ডিরেক্টর সঞ্জয় মঞ্জুল বলেন, "এটি ৩.৫ থেকে ৪ ফুট গভীর জলাশয় বলে মনে হচ্ছে।" এই এলাকার ঢিবি এক, দুই এবং তিনটিকে "অভিজাত অঞ্চল" হিসেবে বর্ণনা করেছেন তিনি। তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই এলাকাটি হরপ্পা সভ্যতায় উচ্চ শ্রেণির আবাসস্থল ছিল। খননস্থল থেকে ৩০০ মিটার দূরে একটি শুকনো নদীরও হদিশ মিলেছে। নদীটির নাম চৌতাং (দ্রিশাবতী নদী নামেও পরিচিত)। এই নদীটি এখন বিলুপ্ত। প্রাচীনকালে এই অঞ্চলে ঘন জনবসতি ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে, হরপ্পাবাসীরা দ্রিশাবতী নদী থেকে জল নিয়ে এসে সঞ্চয় করতেন ওই জলাশয়ে”।

৪৬০০ বছর বয়সী একজন মহিলার দেহাবশেষ উদ্ধার

এএসআই (Haryana) সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০০ বছর আগে দ্রিশাবতী এবং সরস্বতী নদী শুকিয়ে যাওয়ায় এলাকায় জলসঙ্কট তৈরি হয়েছিল। যার জন্য সম্ভবত রাখিগড়ির মতো সমৃদ্ধশালী শহরের পতন ঘটে। খননের ফলে সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কারগুলির মধ্যে একটি হল ৫৬টি কঙ্কাল উদ্ধার। এর মধ্যে ৪৬০০ বছর বয়সী একজন মহিলার দেহাবশেষও রয়েছে। মহিলার দেহাবশেষের ডিএনএ বিশ্লেষণ থেকে জানা গিয়েছে, প্রাচীন ইরানি এবং দক্ষিণ-পূর্ব এশীয় শিকারি-সংগ্রাহকদের সঙ্গে জেনেটিক লিঙ্ক রয়েছে।

রাখিগড়ি আইকনিক সাইট

খননের (Haryana) ফলে অগ্নি বেদি ও বলিদানের গর্ত উদ্ধার হয়েছে। এই সবই সেই সময়কার সাংস্কৃতিক অনুশীলনের প্রমাণ বলে এএসআইয়ের কর্তারা মনে করেন। ২০২১ সালে প্রত্নতাত্ত্বিকরা রাখিগড়িতে মোট এগারোটি ঢিবি আবিষ্কার করেছিলেন। এই এলাকাগুলি আরজিআর-১ থেকে আরজিআর ১১ নামকরণ করা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতার সময় যে "পাঁচটি আইকনিক সাইট" এর উল্লেখ করেন, তাঁর মধ্যে রাখিগড়িও একটি। অন্যান্য সাইটগুলি হল উত্তর প্রদেশের হস্তিনাপুর, অসমের শিবসাগর, গুজরাটের ধোলাভিরা এবং তামিলনাড়ুর আদিচানাল্লুর।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Haryana

rakhigarhi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর