img

Follow us on

Friday, Sep 20, 2024

Weather: উষ্ণতম এপ্রিল! আগামী সপ্তাহে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা

কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি...

img

ফাইল ছবি।

  2023-04-09 18:12:43

মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৬-র পরে ২০২৩। আবহাওয়াবিদদের মতে, গত সাত বছরে এটাই উষ্ণতম (Weather) এপ্রিল (April) মাস। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই রাজ্যে বাড়বে গরম। ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে পারদ। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়া (Weather)...

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার কলকাতার আকাশ ছিল পরিষ্কার। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহে (Weather) কলকাতাও ৪০ ডিগ্রি ছুঁয়ে তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, মুর্শিদাবাদের তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে পৌঁছে গিয়েছে। প্রচণ্ড গরমে গুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

আরও পড়ুুন: চাকরির নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবার গ্রেফতার কাঁথির এক শিক্ষক

হিট স্ট্রোকের মতো সমস্যা এড়াতে কড়া রোদে বাইরে বার হতে গেলে সাদা বা হালকা কোনও রংয়ের পোশাক পরতে হবে। প্রচুর পরিমাণে জলপান করতে হবে। বাইরে বের হলে ছাতা অবশ্যই নিতে হবে। ফার্স্ট ফুড এড়িয়ে যাওয়াই ভাল। কম তেলমশলাযুক্ত খাবার খাওয়া উচিত। আবহাওয়াবিদদের মতে, গত কয়েক (Weather) বছরের মধ্যে এ বছর মার্চ ছিল শীতলতম। গোটা কয়েক কালবৈশাখীর জেরে অনুভূত হচ্ছিল ঠান্ডা। সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় কম। তার জেরে চলতি বছর মার্চ মাসটা স্বস্তিতেই কাটিয়েছেন বঙ্গবাসী। তবে আক্ষরিক অর্থেই মাথার ঘাম পায়ে পড়ছে এপ্রিলে। তার ওপর আগামী সপ্তাহে হতে পারে তাপপ্রবাহ। এমতাবস্থায় দুপুরে ঘরবন্দি থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সকাল সকাল কাজ সেরে ফেলাই ভাল। যাঁদের সে উপায় নেই, তাঁদের প্রিকোশান নিয়েই বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Tags:

Weather

bangla news

Bengali news

hot

heat wave   


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর