বেঙ্গালুরুতে জারি হাই অ্যালার্ট, চলছে কড়া নজরদারি...
কাশ্মীরে নাশকতায় জড়িত হিজবুল জঙ্গি গ্রেফতার। ছবি: প্রতীকী
মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে গ্রেফতার কাশ্মীরের হিজবুল মুজাহিদিন (hizbul mujahideen) জঙ্গি। জম্মু-কাশ্মীর (jammu & kashmir) ও কর্নাটক পুলিশের যৌথ অভিযানে বেঙ্গালুরু (Bengaluru) থেকে ধরা পড়ে তালিব হুসেন নামের ওই জঙ্গি। ৫ জুন গ্রেফতার করা হয় তালিবকে। যদিও গ্রেফতারির খবর সংবাদমাধ্যমকে জানায় মঙ্গলবার পুলিশ।
সম্প্রতি জম্মু-কাশ্মীরে বেড়ছে জঙ্গি ক্রিয়াকলাপ। বেছে বেছে খুন করা হচ্ছে হিন্দুদের। এর মধ্যে কাশ্মীর হিন্দু পণ্ডিত সম্প্রদায়ের মানুষ যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ভিন রাজ্য থেকে কর্মসূত্রে সে রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিক, ব্যাঙ্ক কর্মী, স্কুল শিক্ষিকা সহ নানা পেশার মানুষ। ১ মে থেকে এপর্যন্ত কাশ্মীরে সন্ত্রাসবাদের বলি হয়েছেন ৯ জন। এর পরেই জম্মু-কাশ্মীরে আঁটসাঁট করা হয় নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। মঙ্গলবারই জম্মু-কাশ্মীরের দুই জায়গায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম হয় লস্কর-ই-তৈবার দুই জঙ্গি। এদের মধ্যে এক জঙ্গি তুফায়েল পাকিস্তানের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন : কাশ্মীরে 'হাইব্রিড' সন্ত্রাস ছড়াচ্ছে বিহার, উত্তরপ্রদেশের মৌলবীরা?
কাশ্মীরের এই হিন্দু সম্প্রদায়ের মানুষ খুনে নাম জড়ায় তালিবের। তার খোঁজে উপত্যকা জুড়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। এর পরেই স্ত্রী ও সন্তানদের নিয়ে কর্নাটকের বেঙ্গালুরুতে গা ঢাকা দেয় সন্দেহভাজন এই হিজবুল মুজাহিদিন জঙ্গি। এখানকার একটি মসজিদে গা ঢাকা দিয়েছিল সে। এখানেই শ্রমিকের কাজ করে দিন গুজরান করত তালিব। অটোও চালাত।
গ্রেফতারির সময় তার কাছে আধার কার্ডও ছিল। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ হানা দেয় বেঙ্গালুরুতে। গ্রেফতার করা হয় তালিবকে। তবে তালিব যে জঙ্গি কাজকর্মে জড়িত, তা জানতেন না অটোর মালিকও। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, উপত্যকায় বহু নাশকতার ঘটনায় অভিযুক্ত তালিব। দীর্ঘদিন ধরেই ফেরার ছিল সে। ২০১৬ সাল নাগাদ হিজবুল মুজাহিদিনে নাম লিখিয়েছিল সে।
আরও পড়ুন : "পাকিস্তানে যাচ্ছে এমবিবিএস পড়তে, ভারতে ফিরছে জঙ্গি হয়ে!" চাঞ্চল্যকর দাবি গোয়েন্দাদের
এদিকে, বেঙ্গালুরু থেকে জঙ্গি ধরা পড়ায় হাই অ্যালার্ট জারি করেছে বেঙ্গালুরু পুলিশ। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, রাজ্যে কারা কারা আসছে, সেদিকে কড়া নজর রাখবে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশকে আমরা সব রকম সাহায্য করতে প্রস্তুত। এর আগে সিরসি এবং ভাটকলেও দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। এখন জম্মু-কাশ্মীর পুলিশ বেঙ্গালুরুতেও একজনকে গ্রেফতার করল। আমরা তাদের সাহায্য করেছি।