ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর! আদালতের চাপে শিল্পপতি জিন্দালের বিরুদ্ধে মামলা নিল পুলিশ
শিল্পপতি সজ্জন জিন্দাল।
মাধ্যম নিউজ ডেস্ক: জেএসডব্লিউ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি সজ্জন জিন্দালের (Sajjan Jindal) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ, এই নিয়ে ১০ মাস আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর কাছে নাকি ক্ষমা চেয়েছিলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার। চেয়েছিলেন সব কিছু মিটমাট করে নিতে। কিন্তু অভিযোগকারিণী তাতে রাজি না-হওয়ায় শুরু হয়েছিল হুমকি দেওয়া। দায়ের হওয়া এফআইআর-এ তেমনটাই দাবি করেছেন ওই অভিনেত্রী। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। চিকিৎসক-অভিনেত্রীর অভিযোগ, ২০২২ সালের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটেছে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন সজ্জন। মুম্বইয়ের বাসিন্দা ওই অভিনেত্রীর অভিযোগ, ফেব্রুয়ারি মাসেই খ্যাতনামা শিল্পপতির বিরুদ্ধে থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ সেই সময় তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর একপ্রকার বাধ্য হয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই শেষ পর্যন্ত পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারিণী।
তাঁর দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে ২০২১ সালে দুবাইয়ে একটি আইপিএল ম্যাচের ভিআইপি বক্সে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল সজ্জনের। তারপর থেকেই আলাপ বাড়তে শুরু করে দুজনের। অভিনেত্রীর দাবি, শিল্পপতি তাঁকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রাখেননি। কিন্তু তিনি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ২০২২ সালের ২৪ জানুয়ারি সজ্জন তাঁকে ধর্ষণ করেন। তিনি আরও জানিয়েছেন, সেই ঘটনার জন্য জিন্দাল (Sajjan Jindal) পরে তাঁর কাছে ক্ষমা চাইলেও একই সঙ্গে ঘটনার কথা কাউকে বললে তার ফল একেবারেই ভাল হবে না বলে তাঁকে হুমকিও দেন।
আরও পড়ুন: প্রস্তুত অযোধ্যার বিমান বন্দর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কবে জানেন?
অভিযোগকারিণীর সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শিল্পপতি সজ্জন জিন্দাল (Sajjan Jindal) । তিনি বলেছেন, ‘‘সমস্ত অভিযোগই অসত্য এবং ভিত্তিহীন। এই তদন্তে তিনি সব রকম ভাবে সহযোগিতা করবেন।’’ তবে এ ব্যাপারে তিনি আর প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন সজ্জন। তাঁর যুক্তি, যে হেতু মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে, তাই বিষয়টি নিয়ে আর কথা না বলাই শ্রেয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।