img

Follow us on

Wednesday, Jul 03, 2024

Himanta Biswa Sarma: ৪০০ পেলেই কাশী-মথুরায় বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ, দাবি হিমন্তের

মথুরা-কাশী নিয়ে ফের বিস্ফোরক হিমন্ত...

img

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (সংগৃহীত ছবি)

  2024-05-24 11:29:56

মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে ফের একবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) কন্ঠে উঠে এল কাশী এবং মথুরার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের কথা। ঝাড়খণ্ডের বোকারোয় বিজেপির ভোটপ্রচারে তিনি বলেন,‘‘মোগল সম্রাট ঔরঙ্গজেব বারাণসী এবং মথুরায় মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিলেন। লোকসভা ভোটে আমাদের ৪০০ আসন দিন। আমরা বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করব।’’

১৫ মে দিল্লিতে একই কথা বলেছিলেন

প্রসঙ্গত হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) এমন দাবি প্রথম বা নতুন কিছু নয়। বেশ কয়েকদিন আগেই ১৫ মে দিল্লিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বলেন, ‘‘গত বার লোকসভা ভোটে আমরা ৩০০ আসন জিতে অযোধ্যায় রামমন্দির বানিয়েছি। এ বার ৪০০ আসনে জিতে বারাণসীর এবং মথুরায় মন্দির বানাব।’’

জ্ঞানবাপীর প্রসঙ্গ উঠে এল লোকসভা ভোটের প্রচারে 

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অযোধ্যার মতো বারাণসী এবং মথুরাতেও হিন্দুদের মন্দির ভেঙে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মসজিদ বানিয়েছিলেন এমনটা নিয়ে বিতর্ক চলছে। সাম্প্রতিক অতীতে, জ্ঞানবাপী মসজিদে শুরু হয়েছে পূজা অর্চনা, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে। পরবর্তীকালে মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে গেলে, শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের রায়ই বহাল রাখে। এই আবহে ফের একবার জ্ঞানবাপীর প্রসঙ্গ উঠে এল লোকসভা ভোটের প্রচারে।

মথুরা নিয়ে বিবাদ

অন্যদিকে মথুরাতে কৃষ্ণ জন্মভূমিতেও প্রাচীন কাটরা স্তুপ এলাকায় শ্রীকৃষ্ণ জন্মভূমির পাশেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দু পক্ষের দীর্ঘদিনের দাবি, ইদগাহের ওই জমিতে শ্রীকৃষ্ণের জন্মস্থান ছিল এবং তা ছিল কেশব দাস মন্দির। অভিযোগ, কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো, মথুরার ওই মন্দিরও ধ্বংস করেছিলেন ঔরঙ্গজেব। তাঁর নির্দেশে ১৬৬৯ থেকে ১৬৭০ সালের মধ্যেই তৈরি করা হয়েছিল মসজিদ ১৩.৩৭১ একর জমিতে। এই জমির মালিকানা নিয়ে বিবাদ হাইকোর্টে আজও বিচারাধীন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Himanta Biswa Sarma

Lok Sabha Election 2024

mathura and varanasi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর