Kashmir: সম্প্রতি যতবার সন্ত্রাস দমনের অভিযান হয়েছে, প্রতিবারই সাফল্যের মুখ দেখেছে দেশের নিরাপত্তা বাহিনী।
কাশ্মীরে পুলিশের হাতে খতম হিজবুল জঙ্গি। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহেই জঙ্গিদের হাতে প্রাণ গিয়েছে তিন হিন্দুর (Hindu)। এনিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত কাশ্মীর (Kashmir) উপত্যকা। তারই মাঝে সন্ত্রাসদমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।
অনন্তনাগে (Anantnag) রাতভর আধাসেনা এবং পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হিজবুল (Hizbul) কমান্ডার নিসার খাণ্ডে (Nisar Khanday)। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরে হিজবুলের নানা নাশকতার সঙ্গে যুক্ত ছিল ওই জঙ্গি।
জানা গিয়েছে, নিহত হিজবুল জঙ্গির কাছ থেকে গোলা-বারুদসহ একে-৪৭ রাইফেল (AK-47) উদ্ধার করা হয়েছে। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। অভিযান এখনও অব্যহত। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় তিনজন জওয়ান এবং এক গ্রামবাসী আহত হয়েছেন।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, রিশিপোরা এলাকায় নিসার-সহ কয়েক জন জঙ্গি রয়েছে, এই খবর পেয়েই শুক্রবার বিকেলে এলাকা ঘিরে ফেলা হয়। তারপর চিরুনি তল্লাশি চালানো হয়। অন্ধকার নেমে আসতে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সে সময় গুলির লড়াইয়ে মৃত্যু হয় নিসারের। অন্ধকারের সুযোগ নিয়ে বাকি জঙ্গিরা গা ঢাকা দেয়।
আরও পড়ুন: পরপর হিন্দু-হত্যা কাশ্মীরে! সেনাপ্রধান, এনএসএ-র সঙ্গে বৈঠক শাহের
একের পর এক সংখ্যালঘু খুন নিয়ে উত্তপ্ত উপত্যকা। সম্প্রতি যতবার সন্ত্রাস দমনের অভিযান হয়েছে, প্রতিবারই সাফল্যের মুখ দেখেছে দেশের নিরাপত্তা বাহিনী। হিন্দুদের যাতে উপত্যকা ছাড়তে না হয়, তাই নিরাপত্তা বাহিনীকে কড়া হাতে সন্ত্রাস দমনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: ফের জঙ্গি-নিশানায় হিন্দু পণ্ডিত, কাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা
চলতি সপ্তাহেই কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের হাতে খুন হয়েছেন তিন হিন্দু। তাঁর মধ্যে দুজন ভিনরাজ্যের। উত্তেজনা ছড়িয়েছে উপত্যকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের এলাকায় সন্ত্রাসদমন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
বছরদেড়েক আগে অনন্তনাগের ওই এলাকাতেই যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছিল হিজবুল কমান্ডার মাসুদ আহমেদ (Masood Ahmed)।