দীর্ঘ দু’দশক ধরে এই আয়মান আল জাওয়াহিরির নিশানায় ছিল ভারত। ২০০১ সাল থেকে বিভিন্ন ভিডিয়োতে ভারতের নামোল্লেখ করতেন তিনি।
এখানেই খতম করা হয় জাওয়াহিরিকে।
মাধ্যম নিউজ ডেস্ক: আল কায়দার (Al-Qaeda) শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরির (Ayman Al-Zawahiri) মৃত্যু প্রসঙ্গে এখনও মুখ খোলেনি ভারতীয় বিদেশমন্ত্রক। কূটনৈতিক সূত্রের খবর, সাউথ ব্লকের এই ‘নীরবতার’ পিছনে একাধিক কারণ রয়েছে। নয়াদিল্লি জানতে চাইছে, জওয়াহিরি-অভিযানের পিছনে আমেরিকাকে সহযোগিতা করেছে কারা। যদি পাকিস্তান হয়, তাহলে আমেরিকার শত্রুকে শেষ করতে সাহায্যের বিনিময়ে তারা আমেরিকার কাছে ভারত-বিরোধী মনোভাব দাবি করতে পারে। তবে,আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত অংশিদারিত্ব রয়েছে। চিনকে (China) ঠেকাতে সর্বদাই ভারতকে পাশে চায় আমেরিকা (America)।
এছাড়াও, তালিবানের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারত। কাবুলে দূতাবাস খোলা হয়েছে। তালিবানের সঙ্গে আলোচনার পর ভারতের নিরাপত্তা কর্তারা সাউথ ব্লককে জানিয়েছেন, আফগানিস্তানের মাটিকে ভারত-বিরোধী কোনও গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে কাবুল। কিন্তু আফগানিস্তানে জাওয়াহিরির অবস্থান অন্য কথা বলছে বলে গুঞ্জন সাউথ ব্লকে। তাই এখনই জাওয়াহিরির মৃত্যু প্রসঙ্গে কিছু বলতে চাইছে না নয়াদিল্লি।
আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত আল-কায়দা প্রধান আল-জাওয়াহিরি, এবার নেতৃত্বে কে? জানুন
আন্তর্জাতিক স্তরে কিছু না বললেও জাওয়াহিরির মৃত্যুতে সাময়িক স্বস্তিতে ভারত। দীর্ঘ দু’দশক ধরে এই আয়মান আল জাওয়াহিরির নিশানায় ছিল ভারত। ২০০১ সাল থেকে বিভিন্ন ভিডিয়োতে ভারতের নামোল্লেখ করতেন তিনি। আর ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হবার পর থেকেই নয়াদিল্লিকে হুমকি দিয়ে বিবৃতি দিতে থাকেন জাওয়াহিরি। বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের পরও সুর চড়ান তিনি। জাওয়াহিরি বলেছিলেন, গুজরাত, দিল্লি, মুম্বই ও উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলা চালাবে আল কায়দা। তার আগে কর্নাটকে হিজাব নিয়ে টানাপড়েনের সময়েও খবরের শিরোনামে উঠে এসেছিলেন আল কায়দার শীর্ষ নেতা। হিজাব পরা কর্নাটকের কলেজ ছাত্রীর প্রতিবাদের প্রশংসা শোনা গিয়েছিল তার মুখে।
ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে হমকি দিয়েই শুধু থেমে থাকেননি জাওয়াহিরি। ২০১৪ সালে ভারতীয় উপমহাদেশে আল কায়দার আঞ্চলিক বিকাশের পরিকল্পনা করেন তিনি। একটি ভিডিয়োতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমদের উদ্দেশে জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানান। কাশ্মীরকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেন নিহত আল-কায়দা প্রধান। ভারতকে সমর্থন করার জন্য মুসলিম দেশ সৌদি আরবেরও সমালোচনা করতেন তিনি।