img

Follow us on

Friday, Sep 20, 2024

Aadhaar Update: আধার কার্ডের ছবি না-পসন্দ? সহজেই পাল্টাতে পারেন, জেনে নিন নিয়ম

বর্তমানে আধার বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডি সিস্টেম

img

প্রতীকী ছবি

  2023-04-26 09:37:24

মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি হোক বা বেসরকারি সংস্থা! কর্মীদের জন্য থাকে একটি পরিচয়পত্র। স্কুল কলেজের ক্ষেত্রেও একই কথা। সেরকমই হল আধার কার্ড। তবে তা সারা দেশের ক্ষেত্রে। এটি একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জারি করে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডি সিস্টেম হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি একটি অনন্য শনাক্তকরণ নম্বর তৈরি করতে একজন ব্যক্তির বায়োমেট্রিক ডেটা (যেমন আঙ্গুলের ছাপ, আইরিস স্ক্যান) ব্যবহার করে। এই কার্ড ব্যবহার করে যেকোনও সরকারি কাজ করা যায়। প্রয়োগ করা যায় নিজের ভোটাধিকারও।

আধার কার্ডে আপনার ছবি কীভাবে পরিবর্তন করবেন?

আধার কার্ডে আপনার ছবি পরিবর্তন করতে আপনাকে নিকটস্থ আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।

আপনি https://appointments.uidai.gov.in/ এ ভিজিট করার আগে অনলাইনে নিকটতম তালিকাভুক্তি কেন্দ্রের জন্য চেক করতে পারেন।

 ১: প্রাসঙ্গিক ফর্মটি পূরণ করুন, এটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে জমা দিন

২: কেন্দ্রের অপারেটর আপনার অনুরোধ অনুযায়ী বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করবে

৩: আপনি যদি একটি ছবি পরিবর্তন করেন, অপারেটর ছবিটি ক্যাপচার করবে।

৪: রেফারেন্সের জন্য আপডেট অনুরোধ নম্বর (URN) সম্বলিত অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি করা হবে।

আপডেটের পরে আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট—uidai.gov.in থেকে আধার কার্ডের একটি ডিজিটাল কপি (ই-আধার) ডাউনলোড করতে পারেন।

ডেমোগ্রাফিক বিবরণ আপডেট করাবেন কীভাবে

২টি  উপায়ে আপনি আপনার বিবরণ আপডেট করতে পারেন:-

১ - নিকটতম তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে uidai.gov.in ওয়েবসাইটে “লোকেট এনরোলমেন্ট সেন্টার”-এ ক্লিক করে নিকটতম তালিকাভুক্তি কেন্দ্র খুঁজুন।

২- অনলাইনে myAadhaar অ্যাপ ব্যবহার করে - অনলাইন ডেমোগ্রাফিক্স আপডেট পরিষেবা নিন।

 

আরও পড়ুুন: এবার পাকিস্তানি নাগরিকের কণ্ঠে শোনা গেল 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়' স্লোগান

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Aadhaar Update


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর