দেশবাসীকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি লাগানোর অনুরোধ করেছেন মোদি।
ভারতীয় জাতীয় পতাকা
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে 'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের শামিল হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার এই অভিযানটি শুরু করেছে। ৩১ জুলাই প্রধানমন্ত্রী 'মন কী বাত' এই কর্মসূচির উল্লেখ করেন। সেখানেই দেশবাসীকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি লাগানোর অনুরোধ করেছেন মোদি।
আরও পড়ুন: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
২ অগাস্ট থেকেই এই অভিযান শুরু করার আর্জি জানান তিনি। নিজের প্রোফাইলের ছবি বদলে তার সূচনাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২ অগাস্ট পিঙ্গালি বেঙ্কাইয়াজির জন্মদিন। তিনিই আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। তাঁর প্রতি আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই।”
It is a special 2nd August today! At a time when we are marking Azadi Ka Amrit Mahotsav, our nation is all set for #HarGharTiranga, a collective movement to celebrate our Tricolour. I have changed the DP on my social media pages and urge you all to do the same. pic.twitter.com/y9ljGmtZMk
— Narendra Modi (@narendramodi) August 2, 2022
কী ভাবে 'হর ঘর তেরঙ্গা' অভিযানে রেজিস্ট্রেশন করবেন?
'হর ঘর তেরঙ্গা' অভিযানে যারা অংশ নিতে চান, তাঁরা নিজেদের মতো করে এই কর্মসূচীতে শামিল হতে পারেন। harghartiranga.com-এ আপনার ছবি আপলোড করতে পারেন। যাঁরা এই কর্মসূচিতে অংশ নেবেন, তাঁরা সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য উল্লিখিত সাইটেই যেতে হবে।
আরও পড়ুন: তিন দিন ধরে ২০ কোটি বাড়িতে উড়বে জাতীয় পতাকা ! কেন্দ্রের নয়া প্রচার 'হর ঘর তেরঙ্গা'
কী ভাবে এই অভিযানে রেজিস্ট্রেশন করবেন?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটিতে - https://harghartiranga.com/ আপনার প্রোফাইল পিকচার সেট করুন। নিজের নাম, মোবাইল নম্বর কিংবা গুগল অ্যাকাউন্টের তথ্য দিন। লোকেশনের অ্যাকসেস দেবেন এই সাইটটিকে। আপনার লোকেশনে একটি ফ্ল্যাগ পিন করুন। ব্যাস এর পরই আপনি আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। সেটিকে ডাউনলোড করে নিন।