img

Follow us on

Saturday, Jan 18, 2025

IIT Kanpur: শত্রু-রেডারে অদৃশ্য থাকবে যুদ্ধবিমান! সেনায় প্রয়োগের অপেক্ষায় আইআইটি কানপুরের ‘অনালক্ষ্য’

DRDO: প্রতিরক্ষা শিল্প ও গবেষণায় বিস্ময় প্রযুক্তির আবিষ্কার, কানপুর আইআইটি-র গবেষকরা নজর কাড়ল ডিআরডিও-র...

img

শত্রু রেডারে ধরা পড়বে না বিমান। ছবি: ট্যুইটার

  2024-11-30 18:10:01

মাধ্যম নিউজ ডেস্ক: শত্রুদের চোখে ধুলো দিয়ে আকাশে উড়বে যুদ্ধবিমান, চলবে ট্যাঙ্ক। সম্প্রতি এমনই এক প্রযুক্তি আবিষ্কার করল আইআইটি কানপুর (IIT-K)। দেশে প্রতিরক্ষা শিল্প ও গবেষণায় এই প্রযুক্তি এক বিস্ময়। এই প্রযুক্তি আদতে একটি ‘মেটা-মেটেরিয়াল সারফেস ক্লোকিং সিস্টেম’ (MSCS), যার পোশাকি নাম রাখা হয়েছে ‘অনালক্ষ্য’। এই প্রযুক্তি দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নয়া প্রযুক্তির ব্যবহার

আইআইটি-কানপুরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অনালক্ষ্য এমএসসিএস-এর ৯০ শতাংশ উপাদান ভারতে তৈরি। এই প্রযুক্তিটির বাস্তব প্রয়োগের জন্য বেসরকারি সংস্থা ‘মেটা তত্ত্ব সিস্টেমস’-কে লাইসেন্স দেওয়া হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে এই প্রযুক্তির গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চলে। এখন এই প্রযুক্তিটি ভারতীয় সেনাবাহিনীর অধিগ্রহণের জন্য প্রস্তুত। এই প্রযুক্তি ভারতের ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানে (AMCA) ব্যবহৃত হলে তা শত্রু রেডারের কাছে প্রায় অদৃশ্য হয়ে যাবে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি

আইআইটি-কানপুরের তৈরি এই প্রযুক্তি এখন মাল্টিস্পেকট্রাল স্টেলথ সক্ষমতার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে এর প্রয়োগ সময়ের অপেক্ষা। স্টেলথ সিস্টেম দুটি ডিভাইসের মাধ্যমে শত্রু রেডারের কাছে ধরা পড়া এড়ায়। প্রথমত, এর বাইরের পৃষ্ঠের নকশা বড় সমতল পৃষ্ঠের পরিবর্তে এমনভাবে তৈরি করা হয় যাতে রেডার তরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। দ্বিতীয় ডিভাইস হল এর পৃষ্ঠের উপাদান। সমতল ধাতব পৃষ্ঠ রেডার তরঙ্গ প্রতিফলিত করে যা রেডার দ্বারা শনাক্ত হতে পারে, তবে শোষণকারী পৃষ্ঠগুলি উচ্চ পরিমাণে সিন্থেটিক অ্যাপরচার রেডার (SAR) তরঙ্গ শোষণ করে, যা স্টেলথ সক্ষমতাকে বৃদ্ধি করে। অনালক্ষ্য এমএসসিএস শুধু তরঙ্গ শোষণেই পারদর্শী নয়, এটি রেডার গাইডেড ক্ষেপণাস্ত্র থেকেও কার্যকরী সুরক্ষা প্রদান করতে সক্ষম।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

DRDO

IIT Kanpur

Indian defence industry


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর