img

Follow us on

Sunday, Jan 19, 2025

IMF: ‘সত্যি বিস্ময়’, মোদি সরকারের সরাসরি ব্যাংকে নগদ হস্তান্তর প্রকল্পের প্রশংসা আইএমএফের

ভারতে চালু হওয়া একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প থেকে অনেক কিছু শেখার আছে...

img

সত্যি বিস্ময়! ভারতের সরাসরি ব্যাংকে নগদ হস্তান্তর প্রকল্পের প্রশংসা আইএমএফের

  2022-10-13 17:30:11

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সরকার পরিচালিত ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার বা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ হস্তান্তর প্রকল্পকে একটা 'বিস্ময়' বলে উল্লেখ করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা সংক্ষেপে আইএমএফ। তাদের মতে, ভারতে চালু হওয়া একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প থেকে অনেক কিছু শেখার আছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer) প্রকল্পের ভূয়সী প্রশংসা করল আইএমএফ(IMF)। এই প্রকল্পকে “লজিস্টিক বিস্ময়” হিসাবেও বর্ণনা করেছে তারা।   

একটি সাংবাদিক বৈঠকে ভাষণ দেওয়ার সময়, আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর পাওলো মাওরো (Paolo Mauro) বলেছেন, “ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের কাছে প্রায় প্রতিটি মহাদেশ এবং আয়ের প্রতিটি স্তরের উদাহরণ রয়েছে। ভারতের পারফর্ম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।”  

আরও পড়ুন: অন্যান্য দেশের তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার ভাল, স্বীকার করল আইএমএফ  

তিনি বলেন, “দেশের বিশাল আকার চিন্তা করলে এটা আসলে এক আশচর্য। কয়েক কোটি নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছয় এই প্রকল্পগুলি। ভারত সরকার তা সফলভাবে বাস্তবায়িত করছে।”  তিনি আরও বলেন, “ভারতের এমন কিছু প্রকল্প রয়েছে যা বিশেষ করে মহিলাদের জন্যে। বয়স্ক এবং কৃষকদের জন্যেও প্রকল্প রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ভারতের প্রচুর প্রযুক্তিগত উদ্ভাবন রয়েছে।”   

মাওরোর মতে, বর্তমানে ভারতে প্রচুর প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত সাফল্য রয়েছে। নগদ স্থানান্তর প্রকল্পকে সফল করতে অন্যান্য সনাক্তকরণ ব্যবস্থার পাশাপাশি আধার কার্ড ব্যবহারেরও প্রশংসা করেছেন তিনি। মাওরো বলেন, "অন্যান্য দেশেও, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এমন মানুষের কাছে টাকা পাঠানোর প্রযুক্তি চালু আছে। অনেকের কাছে প্রচুর টাকা নেই, কিন্তু তাদের কাছে একটি মোবাইল ফোন আছে।”    

তিনি আরও বলেন, “মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বিষয়টি অনবদ্য। দেশগুলি একে অপরের থেকে এসব শিখতে পারে। আমরা এমন একটি প্রতিষ্ঠান হওয়ার চেষ্টা করি যেখানে দেশগুলি এই ধরণের অভিজ্ঞতার ভাগ করে নিতে পারে।”

আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ভিটর গাসপার ( Vitor Gaspar) বলেন, “প্রযুক্তির মাধ্যমে কী করে সহজেই মানুষের সমস্যার সমাধান করা যায় তার অনুপ্ররণাদায়ক উদাহরণ সৃষ্টি করেছে ভারত।”   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

imf

India's Economic Growth

Direct Benefit Transfer


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর