6th Phase Voting: পশ্চিমবঙ্গের আটটি আসন, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া এবং তমলুকে ভোট আজ
প্রতিনিধিত্বমূলক ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) অনুষ্ঠিত হচ্ছে। আজ ষষ্ঠ দফায় (6th Phase Voting) ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোটগ্রহণ হবে। এই পর্বে ভোটগ্রহণ হবে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও জম্মু-কাশ্মীরে। এর পাশাপাশি হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও ভোট রয়েছে। ওড়িশা বিধানসভার ৪২টি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে ষষ্ঠ দফার নির্বাচনে ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ৩৩৭ জন কোটিপতি বলে জানা গিয়েছে।
-ষষ্ঠ দফার ভোটে মোট পোলিং অফিসার রয়েছেন প্রায় ১১.৪ লক্ষ। ভোট কেন্দ্র রয়েছে ১.১৪ লক্ষ এবং ভোটার রয়েছেন ১১.১৩ কোটি
-নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১১.১৩ কোটি ভোটারের মধ্যে ৫.৮৪ কোটি পুরুষ রয়েছেন এবং ৫.২৯ কোটি মহিলা রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫,১২০
- ষষ্ঠ দফার ভোটে ৮৫ বছরেরও বেশি ভোটারের সংখ্যা রয়েছে ৮.৯৩ লাখ।
- ১০০ বছরেরও বেশি ভোটারের সংখ্যা রয়েছে ২৩,৬৫৯ জন
- ষষ্ঠ দফার ভোটে দিব্যাঙ্গ ভোটারের সংখ্যা রয়েছে নয় দশমিক পাঁচ আট লাখ (Lok Sabha Election 2024)।
-ভোটের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের ফেরানোর জন্য ২০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে
- ষষ্ঠ দফা (6th Phase Voting) নির্বাচন পরিচালনা করবেন মোট ১৮৪ জন পর্যবেক্ষক। এর পাশাপাশি রয়েছে ২,২২২টি ফ্লাইং স্কোয়াড, ২২৯৫টি স্ট্যাটিক সার্ভেলাইন্স টিম এবং ৫৬৯টি ভিডিও ভিউইং টিম
- মোট ২৫৭টি আন্তর্জাতিক সীমান্তে এবং ৯২৭টি আন্তরাজ্য সীমান্তে কড়া নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সমুদ্র এবং আকাশ পথেও চলছে নজরদারি
- বয়স্ক ভোটাররা যাতে জল, টয়লেট, হুইলচেয়ার, বিদ্যুতের মতো সুবিধা পান সেদিকেও নজর দিয়েছে কমিশন
পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ রয়েছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া এবং তমলুকে।
বিহারের বাল্মীকি নগর, পশ্চিম চম্পারণ, পূরবী চম্পারণ, শেওহল, বৈশালী, গোপালগঞ্জ (তফসিলি সংরক্ষিত), সিওয়ান, মহারাজগঞ্জে।
দিল্লির চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লিতে
হরিয়ানার অম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরুগ্রাম, ফরিদাবাদে ভোটগ্রহণ।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) রয়েছে।
ওড়িশার ভুবনেশ্বর, পুরী, কেওনঝড় (তফসিলি সংরক্ষিত), ঢেঙ্কানাল, কটক, সম্বলপুরে ভোট রয়েছে।
ঝাড়খণ্ডের গিরিডি, ধানবাদ, রাঁচি এবং জামশেদপুরে
উত্তরপ্রদেশের সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, অম্বেডকর নগর, শ্রাস্বতী, দোমরিয়াগঞ্জ, বসতি, সন্ত কবীর নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর, ভাদোহিতে ভোট রয়েছে।
নয়াদিল্লিতে উল্লেখযোগ্য মুখ হলেন বিজেপি-র বাঁশুরি স্বরাজ (Lok Sabha Election 2024)। দেশের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সুষমা স্বরাজের কন্যা তিনি।
উত্তর-পূর্ব দিল্লিতে মুখোমুখি লড়াই বিজেপি-র মনোজ তিওয়ারি এবং কংগ্রেসের কানহাইয়া কুমারের।
উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপি-র প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী। ভোজপুরি তারকা দীনেশলাল যাদব ওরফে নিরাহুয়া আজমগড়ে বিজেপি-র হয়ে লড়ছেন
কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরিতে মেহবুবা মুফতি বনাম মিয়াঁ আলতাফ আহমেদ লারভির লড়াই
হরিয়ানার কার্নালে মনোহরলাল খট্টর এবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়ছেন। কংগ্রেস গুরুগ্রামে রাজ ব্বরকে প্রার্থী করেছে
ওড়িশার পুরীতে বিজেপি-র প্রার্থী সম্বিত পাত্র। সম্বলপুরে বিজেপি-র প্রার্থী ধর্মেন্দ্র প্রধান (6th Phase Voting)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।