img

Follow us on

Friday, Nov 22, 2024

Cyrus Mistry: 'বেপরোয়া' গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা! সাইরাসের মৃত্যুতে অভিযুক্ত চালক ডা. অনাহিতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনাহিতার স্বামী ড্যারিয়াস পান্ডোলের বয়ান রেকর্ড করেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

img

Cyrus Mistry

  2022-11-06 08:46:26

মাধ্যম নিউজ ডেস্ক: টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) প্রাণহানির পরে কেটে গিয়েছে দু’মাস। দুর্ঘটনার সময় সাইরাসের মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন বিখ্যাত গাইনোকোলজিস্ট অনাহিতা পান্ডোলে। আর এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পালঘর থানার পুলিশ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ও শিল্পপতি সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry)। ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের পালঘর জেলার মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। এবারে এই দুর্ঘটনার জন্য অবশেষে অভিযুক্ত করা হল অনাহিতা পান্ডোলেকে। এই দুর্ঘটনায় শুধুমাত্র সাইরাস মিস্ত্রির মৃত্যু হয়নি। প্রাণ হারিয়েছেন তাঁর বন্ধু জাহাঙ্গীর বিনশাহ পান্ডোলে। আর গুরুতর আহত হয়েছিলেন অনাহিতা ও ড্যারিয়াস পান্ডোলে।

আরও পড়ুন: তীব্র গতি কাড়ল প্রাণ, গাড়ি দুর্ঘটনায় মৃত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

সাইরাসের (Cyrus Mistry) মৃত্যুর পরেই পুলিশের হাতে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল যে, অতিরিক্ত গতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারে রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই জানা গিয়েছে, অভিযুক্ত দায়িত্বজ্ঞানহীনের মতো প্রবল বেগে গাড়ি চালাচ্ছিলেন। তাই অনাহিতা পান্ডোলের বিরুদ্ধে ৩০৪ এ (অবহেলার কারণে মৃত্যু ঘটানো), ২৭৯ (র‍্যাশ ড্রাইভিং), ৩৩৬ (জীবন বা অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার কাজ) এবং মোটর গাড়ি আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারাগুলিতে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অনাহিতার স্বামী ড্যারিয়াস পান্ডোলের বয়ান রেকর্ড করেই মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ। গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ড্যারিয়াস পান্ডোলেকে গত মাসের শেষের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি পুলিশকে জানিয়েছেন, যখন তাঁরা মুম্বাইয়ে ফিরছিলেন, তখন তাঁর স্ত্রী অনাহিতা মার্সিডিজ-বেঞ্জ গাড়িটি চালাচ্ছিলেন। তাঁদের গাড়ির আগে একটি গাড়ি তৃতীয় থেকে দ্বিতীয় লেনে চলে গিয়েছিল এবং অনাহিতাও তাঁকে অনুসরণ করার চেষ্টা করেন। ফলে ঘটে এই দুর্ঘটনা। তবে অনাহিতার তরফ থেকে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি এখনও সুস্থ না হওয়ায় তাঁর বয়ান রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৩৫ কিমি, সিট বেল্ট না পরায় প্রাণ গেল সাইরাসের?

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

Cyrus Mistry

Cyrus Mistry Car Accident

Anahita Pandole

Darius Pandole

Car Crash


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর