img

Follow us on

Sunday, Jan 19, 2025

Ram Mandir: রাত পোহালেই উদ্বোধন রাম মন্দিরের, শুভ যোগ শুরু হচ্ছে বেলা ১২টা ২০ মিনিটে

বেলা ১১টা থেকে দূরদর্শনে দেখা যাবে মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার...

img

উদ্বোধনের মুখে রাম মন্দির (ফাইল ছবি)

  2024-01-21 19:16:40

মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই অনুষ্ঠিত হবে রামলালার (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ শুভ যোগ শুরু হচ্ছে যা চলবে বেলা একটা পর্যন্ত। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব গোটা রাম নগরী জুড়ে। ইতিমধ্যেই রামলালার মূর্তি অধিষ্ঠিত করা হয়েছে গর্ভগৃহে। দেশ জুড়ে প্রচুর রাম ভক্ত হাজির হয়েছেন এই শুভ তথা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, বারাণসীর পুরোহিত লক্ষীকান্ত দিক্ষিত গোটা অনুষ্ঠানটি বিধি মেনে সম্পূর্ণ করবেন।

আমন্ত্রিত ৮ হাজার অতিথি

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে ইতিমধ্যে সারা দেশ জুড়ে ৮ হাজার অতিথিকে আমন্ত্রিত জানানো হয়েছে। যার মধ্যে রাজনীতিবিদরা যেমন রয়েছেন তেমনই রয়েছেন বড় শিল্পপতিরাও। দেশের ক্রীড়া মহলের বিভিন্ন ব্যক্তিত্বও রয়েছেন। বলিউডের বহু খ্যাত নামা অভিনেতাকেও দেখা যাবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে।

অনুষ্ঠান সম্প্রচারিত হবে দেশজুড়ে, ৯ হাজার রেল স্টেশনেও দেখা যাবে অনুষ্ঠান

রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সারা দেশ জুড়ে। তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে সবাই যেন ভার্চুয়াল ভাবে ওই প্রাণ প্রতিষ্ঠার (Ram Mandir) অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিমধ্যে প্রতি বাড়িতে পাঁচটি প্রদীপ জ্বালাতে বলেছেন। সরাসরি সম্প্রচার শুরু হচ্ছে সকাল ১১ টা থেকেই। সরাসরি সম্প্রচার দেখা যাবে দূরদর্শনে। দেশের অসংখ্য ধর্মস্থানে স্ক্রিন লাগিয়ে সম্প্রচার করা হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় রেলও ৯ হাজারেরও বেশি স্ক্রিন লাগিয়েছে দেশের বিভিন্ন স্টেশনে, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে সরাসরি সম্প্রচারিত করার জন্য।

উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সম্প্রচারে, থাকছে ৪০টি ক্যামেরা

রামলালার প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir) অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার যেহেতু দূরদর্শনে হবে তাই অযোধ্যার বিভিন্ন স্থানে ইতিমধ্যে ৪০টি ক্যামেরা বসিয়েছে দূরদর্শন। জানা গিয়েছে,  লাইভ টেলিকাস্ট করা হবে সরযূ ঘাট, কুবের টিলার জটায়ুর মূর্তি থেকেও। অত্যন্ত উন্নত মানের সম্প্রচার প্রযুক্তি হল 4K ট্রান্সমিশন, যা জি২০ শীর্ষ সম্মেলনে ব্যবহার করা হয়েছিল। রাম মন্দিরের উদ্বোধনেও দেখা যাবে ওই প্রযুক্তি। বেসরকারি চ্যানেলগুলিও দূরদর্শনের সৌজন্যে সম্প্রচার অনুষ্ঠান দেখাতে পারবে।

প্রধানমন্ত্রী অংশ নেবেন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে

প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে মঙ্গল ধ্বনিও দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গর্ভ গৃহে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেবেন দুপুর সাড়ে বারোটা নাগাদ। নাগারা রীতিতে তৈরি রাম মন্দির ৩৮০ ফুট দীর্ঘ পূর্ব থেকে পশ্চিমে। অন্যদিকে ১৮০ ফুট উচ্চতা রয়েছে মন্দিরের। চওড়াতে এই মন্দির ২৫০ ফুট দীর্ঘ বলে জানা গিয়েছে। রাম মন্দিরের (Ram Mandir) মোট ৩৯২ টি স্তম্ভ রয়েছে। মোট দরজার সংখ্যা ৪৪।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Bengali news

Ayodhya

Ram lala

DD National

ram mandir mega event live


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর