India's Fiscal Milestone: ফিরে দেখা দেশের আয়কর ব্যবস্থার বিবর্তন...
প্রতিনিধিত্বমূলক ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার, ২৪ জুলাই ছিল আয়কর দিবস (Income Tax Day)। ১৮৬০ সালে স্যার জেমস উইলসন আয়কর ব্যবস্থার প্রবর্তন করেছিলেন বলে জানা যায়। ভারতের অর্থনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন (India's Fiscal Milestone) বলে মনে করা হয়। তবে ১৮৬০ সালে স্যার জেমস উইলসন আয়কর প্রবর্তন করলেও, তার ৬২ বছর পরে ১৯২২ সাল থেকেই প্রকৃত অর্থে এদেশের কর ব্যবস্থায় বিপ্লব আসে। সেই সময় থেকে দেশে আয়কর (Income Tax Day) আইন চালু হয়, যার ফলে ভারতে একটি কাঠামোগত কর প্রশাসন গড়ে ওঠে। এর পর ১৯২৪ সালে গঠন করা হয় কেন্দ্রীয় রাজস্ব বোর্ড, যা ১৯৬৩ সালে বিভক্ত হয়। এই সময় কালে দেশের প্রতিটি রাজ্যে আয়কর কমিশনার নিয়োগ করা হয়।
১৯৪৬ সালে আর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয় গ্রুপ এ আধিকারিকদের নিয়োগের মাধ্যমে। এরপরে ১৯৬৩ সালে আইআরএস (ডাইরেক্ট ট্যাক্স) স্টাফ কলেজ প্রতিষ্ঠা করে সরকার। আয়কর (Income Tax Day) বিভাগে কম্পিউটারাইজেশনের সূচনা হয়েছিল ১৯৮১ সালে। ২০২১ সালে চালু হয় নতুন ই-ফাইলিং পোর্টাল। আয়কর বিভাগের এই সমস্ত সাফল্যকে স্মরণে রাখতেই প্রতি বছর ২৪ জুলাই পালন করা হয় আয়কর দিবস (India's Fiscal Milestone)।
১৮৬০: স্যার জেমস উইলসন আয়কর প্রবর্তন করলেন।
১৯২২: ব্যাপক স্তরে আয়কর আইন প্রতিষ্ঠিত হয়।
১৯২৪: গঠিত হয় সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট।
১৯৪৬: গ্রুপ এ আধিকারিকদের নিয়োগ।
১৯৫৭: প্রতিষ্ঠিত হয় আইআরএস (ডাইরেক্ট ট্যাক্স) স্টাফ কলেজ। পরে যার নাম বদলে রাখা হয় ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস।
১৯৬৩: বিভক্ত হল কেন্দ্রীয় রাজস্ব বোর্ড।
১৯৮১: আয়কর বিভাগে কম্পিউটারাইজেশনের সূচনা।
২০০৯: সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার প্রতিষ্ঠিত হল বেঙ্গালুরুতে।
২০১৪: আয়কর বিভাগের নতুন ওয়েবসাইটের সূচনা ।
২০২০: মামলা-মোকদ্দমা কমাতে এবং সরকারি রাজস্ব আয়ের জন্য ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের প্রবর্তন।
২০২১: খোলা হয় নতুন ই-ফাইলিং পোর্টাল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।