Indian Fishermen Released: বঙ্গোপসাগরে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ছাড়ল বাংলাদেশ, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
বঙ্গোপসাগরে আটক মৎস্যজীবীদের ফেরাল দুই দেশ। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: নিজেদের দেশে (India Bangladesh Relation) ফিরলেন ভারতের ৯৫ জন (Indian Fishermen Released) এবং বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী। রবিবার দুপুর ১২টা নাগাদ বঙ্গোপসাগরের উপর আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হয়। দুই দেশের মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমানা টপকে ফেলায় গ্রেফতার করা হয় তাঁদের। প্রায় আড়াই মাস পর ছাড়া পেলেন তাঁরা। বন্দি ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাঁদের সাগরদ্বীপে পৌঁছনোর কথা আজ, সোমবার।
প্রায় আড়াই মাস আগে (India Bangladesh Relation) বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছ’টি ট্রলার আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। তাঁদের গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় কেটে গেলেও ঘরে ফেরা সম্ভব হয়নি। অবশেষে মুক্তি (Indian Fishermen Released)। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছ’টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নেয় ঢাকা।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফেও ট্যুইট করে গোটা বিষয়টি জানানো হয়েছে। তারা জানিয়েছে যে, ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের হাতে তার মধ্যে ডুবতে বসা জাহাজ কৌশিক থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরাও রয়েছেন।
In a mutual exchange of fishermen coordinated between @IndiaCoastGuard & #BangladeshCoastGuard, #ICG Ships Varad & Amrit Kaur repatriated 95 Indian fishermen & 06 fishing boats, and handed over 90 Bangladeshi fishermen, including 12 rescued from the sunken boat “Kaushik.”… pic.twitter.com/D99HLG1fw7
— Indian Coast Guard (@IndiaCoastGuard) January 5, 2025
অন্য দিকে, জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয় ৯০ জন বাংলাদেশি (India Bangladesh Relation) মৎস্যজীবী এবং তাঁদের দু’টি ভেসেলকে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের তাঁদেরও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকালে কাকদ্বীপ থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয় ৭৮ জনকে। রবিবার তাঁদের বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।