img

Follow us on

Saturday, Jan 18, 2025

India Foreign Secretary: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

Bangladesh: ঢাকায় হতে পারে ভারত-বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক, কী নিয়ে আলোচনা হতে পারেন জানেন?...

img

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংগৃহীত ছবি।

  2024-12-05 08:35:10

মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে (Bangladesh) তুঙ্গে উঠেছে হিন্দু নির্যাতন। তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন সে দেশের এক হিন্দু কিশোরী। তার পরেও সরাসরি কোনও পদক্ষেপ করেনি ভারত। তবে, এবার বড় পদক্ষেপ করল মোদি সরকার। আগামী সপ্তাহে বাংলাদেশে যেতে পারেন ভারতের বিদেশ সচিব (India Foreign Secretary)। অন্তত, তাঁঁর বাংলাদেশে আসার কথা জানিয়েছে ইউনূস প্রশাসনের বিদেশ উপদেষ্টা। এর পর থেকেই ভারত নিয়ে সুর নরম বাংলাদেশের। ঢাকার মুখে এখন দিল্লির সঙ্গে সুসম্পর্কের কথা। 

বাংলাদেশ সফরে ভারতের বিদেশ সচিব (India Foreign Secretary)

সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে তপ্ত হয়েছে ভারতের পূব দিকের এই প্রতিবেশী দেশে। নিত্যদিন নির্যাতনের শিকার হচ্ছেন সে দেশের হিন্দুরা। হিন্দু-সহ বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারংবার বার্তা দিয়েছে ভারত। তার পরেও থামেনি হিন্দু নির্যাতন। চিন্ময়কৃষ্ণের আইনজীবীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। এহেন আবহে এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (India Foreign Secretary)। ১০ ডিসেম্বর ঢাকা যেতে পারেন তিনি।

কী বলছে বাংলাদেশ?

ভারতের তরফে অবশ্য বিদেশ সচিবের এই ঢাকা সফর নিয়ে কিছু বলা হয়নি। তবে ইউনূস প্রশাসনের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।” তাঁর সঙ্গে ভারতের এক প্রতিনিধি দলেরও ঢাকায় যাওয়ার কথা। ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক করতে পারেন বিক্রম।

ভারতের বিদেশ সচিবের (India Foreign Secretary) আসার খবরে সুর নরম বাংলাদেশের। এদিন তৌহিদের মুখে শোনা গিয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সুর। তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। ভারত ও বাংলাদেশ, দুই দেশের স্বার্থেই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা উচিত। দু’পক্ষকেই তার জন্য উদ্যোগী হতে হবে।”

আরও পড়ুন: "মুসলিম তোষণ করতেই সাম্ভালে যাওয়ার চেষ্টা রাহুলের", তোপ বিজেপির

ভারত-বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্রের বিদেশ সচিব পর্যায়ের (India Foreign Secretary) বৈঠকে আলোচনা হতে পারে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়া নিয়েও হতে পারে আলোচনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরওয়ানা জারি করেছে হাসিনার নামে। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। ভারতের তরফে হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হবে ওই বৈঠকে (Bangladesh)। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির বিষয়টিও উঠতে পারে দুপক্ষের আলোচনায় (India Foreign Secretary)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

India

Bangladesh

bangla news

Bengali news

Dhaka

news in Bengali  

Indias Foreign Secretary

Foreign Secretary


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর