চিনা রাষ্ট্রদূতের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India)-শ্রীলঙ্কা (Sri Lanka) সম্পর্ক নিয়ে চিনা রাষ্ট্রদূতের (Chinese Ambassador) করা মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিল ভারত। সম্প্রতি ওই মন্তব্য করেছিলেন কলম্বোয় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত কুই ঝেনহোং (Qi Zhenhong)। শনিবার কলম্বোয় ভারতীয় হাইকমিশন তার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানায়, চিনা রাষ্ট্রদূতের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এটা তাঁর নিজস্ব বৈশিষ্ট্য কিংবা তাঁদের দেশের দৃষ্টিভঙ্গীর প্রতিফলন হতে পারে।
সম্প্রতি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে এসে ভিড়েছিল চিনা গুপ্তচর জাহাজ। চিনের দাবি, জাহাজটি বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হয়। যদিও ভারতের আশঙ্কা ছিল, গুপ্তচরের কাজ করতেই জাহাজটিকে নোঙর করানো হয়েছে শ্রীলঙ্কার বন্দরে। ভারতীয় হাইকমিশনের তরফে করা ট্যুইট সিরিজে এ প্রসঙ্গও তোলা হয়েছে। চিনা ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বাধ্য হয়ে মাস কয়েক আগে নিজেদের দেউলিয়াও ঘোষণা করে কলম্বো। সেই প্রসঙ্গ টেনে ভারতীয় হাই কমিশন জানায়, অস্বচ্ছতা ও ঋণ সংক্রান্ত এজেন্ডা বিভিন্ন দেশের কাছে প্রধান চ্যালেঞ্জ, বিশেষত ছোট দেশগুলির কাছে। হাই কমিশনের মতে, শ্রীলঙ্কা, যে দেশ এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে জর্জরিত, তাদের সহযোগিতার প্রয়োজন। অন্য কোনও দেশের এজেন্ডা পূরণের জন্য কোনও অনাকাঙ্খিত চাপ কিংবা অপ্রয়োজনীয় বিতর্কেরও প্রয়োজন নেই।
আরও পড়ুন : শ্রীলঙ্কা ছেড়ে গেল চিনা ‘গুপ্তচর’ জাহাজ, হাঁফ ছাড়ল ভারতও
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আমরা চিনা রাষ্ট্রদূতের মন্তব্য লক্ষ্য করেছি। তাঁর মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এটা তাঁর নিজস্ব বৈশিষ্ট্য কিংবা তাঁর দেশের দৃষ্টিভঙ্গীর প্রতিফলন। শ্রীলঙ্কার উত্তরের প্রতিবেশী দেশটি সম্পর্কে তাঁর মন্তব্য তাঁর দেশ যেভাবে ভারতের সঙ্গে ব্যবহার করে এই মন্তব্য তার প্রতিফলন হতে পারে। আমরা তাঁকে আশ্বস্ত করি এই বলে যে, ভারত একেবারেই আলাদা। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করার প্রতিবাদ জানিয়েছিল ভারত। তার পরেই চিন জানিয়েছিল, হাম্বানটোটা বন্দরেই নোঙর করবে চিনা জাহাজটি। তারা এও জানিয়েছিল, শ্রীলঙ্কার বন্দরে যাতে জাহাজটি ভিড়তে না পারে তাই ভারত অত্যধিক চাপ দিচ্ছে কলম্বোর ওপর। ভারত শ্রীলঙ্কার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলেও ইঙ্গিত করেছিলেন চিনা রাষ্ট্রদূত। এরও প্রতিবাদ জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাফ জানিয়ে দেন, শ্রীলঙ্কা একটি স্বাধীন দেশ। তাই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। ভারত সম্পর্কে চিনের করা এই মন্তব্যের প্রতিবাদ করছি আমরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।